Unlock 1 New Guideline: আনলক-১ এ সংক্রমণ রুখতে সরকারি কর্মীদের জন্য নয়া গাইড লাইন কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ রুখতে নয়া গাইড লাইন প্রকাশ করল কেন্দ্র। মূলত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসের কর্মী ও মন্ত্রীদের শরীরে মারণ ভাইরাস (COVID-19) মেলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের তরফে সরকারি কর্মচারীদের এই মর্মে সোশ্যাল ডিস্ট্যান্সিং-সহ বাকি সব নিয়মবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। শুধু কর্মীরাই নন, এই সংক্রমণ রুখতে অফিস কর্তৃপক্ষকেও কেন্দ্রের নতুন গাইড লাইন মেনে সুরক্ষা বলয় নিশ্চিত করতে হবে। আনলক-১ এর অংশ হিসেবে সোমবার থেকেই অফিসের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের হোটেল, রেস্তরাঁ, ধর্মীয় স্থানগুলি জনসাধারণের জন্য খুলে গিয়েছে। মহামারী করোনার সংক্রমণ রুখতে প্রায় আড়াই মাস ধরে দেশজুড়ে লকডাউন চলার পর এই প্রথম হোটেল রেস্তরাঁ খুলল।

Coronavirus Outbreak in India (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৯ জুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ রুখতে নয়া গাইড লাইন প্রকাশ করল কেন্দ্র। মূলত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসের কর্মী ও মন্ত্রীদের শরীরে মারণ ভাইরাস (COVID-19) মেলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের তরফে সরকারি কর্মচারীদের এই মর্মে সোশ্যাল ডিস্ট্যান্সিং-সহ বাকি সব নিয়মবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। শুধু কর্মীরাই নন, এই সংক্রমণ রুখতে অফিস কর্তৃপক্ষকেও কেন্দ্রের নতুন গাইড লাইন মেনে সুরক্ষা বলয় নিশ্চিত করতে হবে। আনলক-১ এর অংশ হিসেবে সোমবার থেকেই অফিসের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের হোটেল, রেস্তরাঁ, ধর্মীয় স্থানগুলি জনসাধারণের জন্য খুলে গিয়েছে। মহামারী করোনার সংক্রমণ রুখতে প্রায় আড়াই মাস ধরে দেশজুড়ে লকডাউন চলার পর এই প্রথম হোটেল রেস্তরাঁ খুলল। আরও পড়ুন-Supreme Court: ১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা: