পিএফে সুদের হার বেড়ে ৮.৬৫ শতাংশ, ঘোষণা করলেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees’ Provident Fund Organisation)-র আওতায় থাকা ৬ কোটিরও বেশি কর্মচারী ২০১৮-১৯ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) জমার উপরে ৮.৬৫ শতাংশ হারে সুদ পাবেন। আজ এই ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার (Labour Minister Santosh Gangwar)। মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের বলেন, "উৎসবের মরশুমের আগে ইপিএফও-র আওতায় থাকা ৬ কোটিরও বেশি কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে তাঁদের জমার উপর গত অর্থবর্ষে সুদ পাবেন ৮.৬৫ শতাংশ হারে।"

(Photo Credits: PTI/File)

নয়া দিল্লি, ১৭ সেপ্টেম্বর : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees’ Provident Fund Organisation)-র আওতায় থাকা ৬ কোটিরও বেশি কর্মচারী ২০১৮-১৯ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) জমার উপরে ৮.৬৫ শতাংশ হারে সুদ পাবেন। আজ এই ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার (Labour Minister Santosh Gangwar)। মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের বলেন, "উৎসবের মরশুমের আগে ইপিএফও-র আওতায় থাকা ৬ কোটিরও বেশি কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে তাঁদের জমার উপর গত অর্থবর্ষে সুদ পাবেন ৮.৬৫ শতাংশ হারে।"

লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী দি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস (Central Board of Trustees (CBT)) ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য ৮.৬৫ শতাংশ সুদের হার বাড়ানোর ব্যাপারে সম্মতি দেয়। এরপর সেই সিদ্ধান্ত অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়। ইপিএফ-র সুদের হার জানানোর বিলম্বের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, “অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ব্যস্ত ছিলেন। তাঁর কাছে ফাইল ছিল। তিনি সুদের হারের প্রস্তাবের বিষয়ে একমত। আর এই সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যে কার্যকর হবে।" আরও পড়ুন :  Rajeev Kumar: রাজীব কুমার পেলেন না গ্রেপ্তারির রক্ষাকবচ, রায় দেওয়ার এক্তিয়ার নেই; জানাল বারাসত আদালত

ফেব্রুয়ারিতে সুদের হার বাড়ানোর সুপারিশের পর থেকে শ্রম ও অর্থের মধ্যে নানা আলোচনা হয়েছে। সম্পর্কিত ঝুঁকি সম্পর্কও আলোচনা হয়েছে। সুদের হার বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি ন্যূনতম পেনশন ৩ হাজার করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এই বিষয়ে অছি পরিষদের সঙ্গে আলোচনা চলছে। শ্রম মন্ত্রক সূত্রে খবর, ২০১৮-১৯ অর্থবর্ষে ৮.৬৫% হারে প্রভিডেন্ট ফান্ডে সুদ দিতে সরকারের অতিরিক্ত ১৫১.৬৭ কোটি খরচ হবে।