AICTE: ৫০ শতাংশ সিট ফাঁকা, ২ বছর নতুন এঞ্জিনিয়ারিং কলেজে তৈরিতে ছাড়পত্র দেবে না AICTE

এঞ্জিনিয়ারিং কলেজের ছাড়পত্র দেওয়া স্থগিত রাখল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (All India Council for Technical Education )। নতুন করে কোনও এঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান তৈরির আবেদন গ্রহণ করা আগামী ২০২২ সাল পর্যন্ত স্থগিত রাখল AICTE। ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রায় প্রতি কলেজের টেকনিক্যাল বিভাগে ৫০ শতাংশ সিট ফাঁকা থেকে গেছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে AICTE। এই মুহূর্তে সারা ভারতে আন্ডার গ্রাজুয়েট এবং ডিপ্লোমা মিলিয়ে আসন রয়েছে ২৭ লাখ। পোস্ট গ্রাজুয়েশন স্তরে রয়েছে ১ লাখ ৮০ হাজার আসন। AICTE-র নতুন হ্যান্ডবুকে বিস্তারিতভাবে আগামী শিক্ষবর্ষ সংক্রান্ত নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

AICTE

নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: এঞ্জিনিয়ারিং কলেজের ছাড়পত্র দেওয়া স্থগিত রাখল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (All India Council for Technical Education )। নতুন করে কোনও এঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান তৈরির আবেদন গ্রহণ করা আগামী ২০২২ সাল পর্যন্ত স্থগিত রাখল AICTE। ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রায় প্রতি কলেজের টেকনিক্যাল বিভাগে ৫০ শতাংশ সিট ফাঁকা থেকে গেছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে AICTE। এই মুহূর্তে সারা ভারতে আন্ডার গ্রাজুয়েট এবং ডিপ্লোমা মিলিয়ে আসন রয়েছে ২৭ লাখ। পোস্ট গ্রাজুয়েশন স্তরে রয়েছে ১ লাখ ৮০ হাজার আসন। AICTE-র নতুন হ্যান্ডবুকে বিস্তারিতভাবে আগামী শিক্ষবর্ষ সংক্রান্ত নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আইআইটি হায়দরাবাদের চেয়ারম্যান বিভিআর মোহন রেড্ডির সভাপতিত্বে AICTE-র এপেক্স কমিটির বৈঠক আয়োজিত হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২ বছর নতুন কোনও কলেজ তৈরির ছাড়পত্র দেওয়া হবে না। ২ বছর পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেতে পারে। সংবাদসংস্থা ANI-র খবর অনুযায়ী, নতুন কোর্স পড়ানোতেও বেরি পরিয়েছে AICTC। তবে কেবলমাত্র উদীয়মান শাখায় নতুন কোর্স শুরু করার অনুমতি দেবে তারা। আরও পড়ুন: Madhyamik Exam Update: ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, আগামীকাল থেকে চালু কন্ট্রোলরুম

প্রসঙ্গত, AICTE তথ্য অনুযায়ী ২০১৯ সালে মাত্র ৬ লাখ গ্রাজুয়েট ক্য়াম্পাস প্লেসমেন্টে চাকরি পেয়েছিলেন। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে ৫১৮টি ইঞ্জিনিয়ারিং কলে