Delhi Violence: রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে পুলিশ-কেন্দ্রকে নোটিশ দিল্লি হাইকোর্টের

দিল্লিতে চলতি হিংসার ঘটনা (Delhi Violence) নিয়ে নতুন করে দায়ের হওয়া আরও তিনটি পিটিশনের শুনানি হল আজ শুক্রবার দিল্লি হাইকোর্টে (Delhi Violence)। ওই মামলায় দিল্লি পুলিশ, দিল্লি সরকার ও কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে আদালত। নয়া পিটিশনের একটিতে বিরোধী নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে (Delhi HC Issues Notice To Police And Centre On Role Of Rahul Gandhi, Priyanka Gandhi।

রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধি(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: দিল্লিতে চলতি হিংসার ঘটনা (Delhi Violence) নিয়ে নতুন করে দায়ের হওয়া আরও তিনটি পিটিশনের শুনানি হল আজ শুক্রবার দিল্লি হাইকোর্টে (Delhi Violence)। ওই মামলায় দিল্লি পুলিশ, দিল্লি সরকার ও কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে আদালত। নয়া পিটিশনের একটিতে বিরোধী নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে (Delhi HC Issues Notice To Police And Centre On Role Of Rahul Gandhi, Priyanka Gandhi।

নাগরিকত্ব আইনের বিরোধীদের পরিচয় জানার জন্য তদন্তের আর্জিতে যে পিটিশন দাখিল করা হয়েছে, সেই মামলাতেও নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, অজয় গৌতম (Ajay Gautam) আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্টের আওতায় তদন্তের দাবি জানিয়ে পিটিশনটি দাখিল করেছেন। তাঁর পিটিশনের ভিত্তিতে দিল্লি সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিশ পাঠিয়েছে মুখ্য বিচারপতি ডিএন প্যাটেল ও বিচারপতি সি হরিশংকরের বেঞ্চ। সঞ্জীব কুমার আরও একটি পিটিশন দাখিল করেছেন। সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়ার জন্য সমাজকর্মী হর্ষ মান্দার, আরজে শায়েমা, অভিনেত্রী স্বরা ভাস্কর ও অন্যান্যদের বিরুদ্ধে NIA তদন্তের দাবি জানানো হয়েছে সেই পিটিশনে। আরও পড়ুন: Anti-CAA Protest: ভারতীয় তরুণের কলমে 'ফ্যাসিস্ট' সিএএ বিরোধী কবিতা পাঠ পিঙ্ক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা তথা গীটারিস্ট রোজার ওয়াটার্সের

তিনটি পিটিশনেই মামলার পরবর্তী শুনানি ৩০ এপ্রিল বলে জানা গিয়েছে। বিজেপির লিগাল সেলের (BJP Legal Cell) আইনজীবীদের সংগঠন লইয়ার্স ভয়েস তৃতীয় পিটিশনটি করেছে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী,  সরকারের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যের জন্য সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী, ওয়াইসি ভাইয়েরা, ওয়ারিস পাঠান, মণীশ সিসোদিয়া, আমানাতুল্লা খান ও মেহমুদ প্রচার বিরুদ্ধে FIR দায়ের করার আর্জি জানানো হয়েছে সেই পিটিশনে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now