Delhi Assembly Elections 2020: দিল্লি বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের i-PAC-এই ভরসা অরবিন্দ কেজরিওয়ালের

দোরগোড়ায় দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Assembly Elections 2020)। তার আগে নির্বাচনী কৌশল ঠিক করতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। জানা গিয়েছে, এবার আপের জন্য রাজনৈতিক কৌশল ঠিক করবেন রাজনৈতিক কৌশলীবিদ প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আজ শনিবারই প্রশান্তের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা i-PAC এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আপ (APP)। সে বিষয়ে প্রকাশ্যে জানিয়েও দিয়েছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিনই নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে তিনি জানিয়েছেন, "এটা শেয়ার করে নিতে খুব ভাল লাগছে যে, @indianpac আমাদের সঙ্গে জুড়তে চলেছে। এদেশে স্বাগত।"

দিল্লি বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের i-PAC-এই ভরসা অরবিন্দ কেজরিওয়ালের (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর: দোরগোড়ায় দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Assembly Elections 2020)। তার আগে নির্বাচনী কৌশল ঠিক করতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। জানা গিয়েছে, এবার আপের জন্য রাজনৈতিক কৌশল ঠিক করবেন রাজনৈতিক কৌশলীবিদ প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আজ শনিবারই প্রশান্তের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা i-PAC এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আপ (APP)। সে বিষয়ে প্রকাশ্যে জানিয়েও দিয়েছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিনই নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে তিনি জানিয়েছেন, "এটা শেয়ার করে নিতে খুব ভাল লাগছে যে, @indianpac আমাদের সঙ্গে জুড়তে চলেছে। এদেশে স্বাগত।"

নরেন্দ্র মোদি (Narendra Modi), নীতিশ কুমার, জগনমোহন রেড্ডি, আদিত্য ঠাকরে থেকে মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সকলেই নির্বাচনের বৈতরণী পার করতে ভরসা রেখেছেন প্রশান্তের উপর। এবার সেই তালিকায় যোগ হল আরও এক রাজনৈতিক হেভিওয়েটের নাম। তামিলনাড়ু নির্বাচনের আগেও DMK-র স্ট্যালিনের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানা গিয়েছে সুত্র মারফৎ। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মসনদে বসেন কেজরিওয়াল। ৭০ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে আপ। কিন্তু সম্প্রতি লোকসভা নির্বাচনে ৭ টি আসনের একটিতেও জিততে পারেনি আম আদমি পার্টি। সব আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। তাই এমন কঠিন সময়ে স্ট্র্যাটেজি ঠিক করে দিতে প্রশান্ত কিশোরের উপরেই ভরসা রাখছেন কেজরিওয়াল, বলেই মত রাজনৈতিক মহলের। আরও পড়ুন: Prashant Kishor: ভারতের আত্মা রক্ষায় NRC ও CAB নিয়ে অবিজেপি মুখ্যমন্ত্রীরা অবস্থান স্পষ্ট করুক, দাবি তুললেন প্রশান্ত কিশোর

জানা গিয়েছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা হবে দিল্লির বিধানসভা নির্বাচনের তারিখ (Date)