Dead Bodies In Ganga: গঙ্গায় ভাসছে লাশ, পচন ধরা ৫২টি মৃতদেহ দেখে আতঙ্ক উত্তরপ্রদেশে

প্রতীকি ছবি, পিটিআই

লখনউ, ১২ মে: গঙ্গায় (Ganga) ভেসে এল আরও ৭টি মৃতদেহI উত্তরপ্রদেশের বালিয়ায় বুধবার ফের আরও ৭টি মৃতদেহ ভেসে আসার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছেI বুধবারের পরিসংখ্যান নিয়ে উত্তরপ্রদেশে(UP) এ পর্যন্ত ৫২টি মৃতদেহ গঙ্গার জলে ভেসে আসে বলে খবরI

বুধবার যে ৭টি মৃতদেহ(Dead Body) গঙ্গার জলে ভেসে আসে, শিগগিরই তাদের শেষকৃত্য সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের তরফেI বালিয়ার স্থানীয়দের কথায়, মঙ্গলবার উজিহার, কুলাডিহা, বারাউলি এবং নারাহি ঘাটে গঙ্গার স্রোতে ভেসে আসে ৪৫টি মৃতদেহI যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েI মঙ্গলবারের ওই ঘটনার পরপরই ফের রাতে জলের স্রোতে ভেসে আসে আরও ৭টি মৃতদেহI পরপর ৫২টি মৃতদেহ ভেসে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্যেI

আরও পড়ুন:  Bodies Found Floating In Ganga: বিহারের পর ভয়াবহ ছবি উত্তরপ্রদেশে, গঙ্গায় ভাসছে মৃতদেহ

বালিয়ার (Ballia) জেলাশাসক অদিতি সিং জানান, বালিয়া-বক্সার ব্রিজের কাছ থেকে ওই মৃতদেহগুলি উদ্ধার করা হয়I প্রায় পচে যাওয়া অবস্থাতেই উদ্ধার করা হয় ওই মৃতদেহগুলিI ঘটনার তদন্ত শুরু হয়েছেI পরপর অতগুলি মৃতদেহ কোন জায়গা থেকে ভেসে আসে, তা নিয়ে খোঁজ শুরু করা হয়েছে বলে জানান অদিতি সিংI

আরও পড়ুন: COVID-19: কোভিড মোকাবিলায় আশার আলো, DRDO-র ওষুধে সুস্থতার হার বেশি বলে দাবি বিজ্ঞানীদের

পাশাপাশি করোনায় (COVID 19) মৃত্যুর পর বিহারের বক্সার জেলা থেকে ওই মৃতদেহগুলি ভেসে এসেছে কি না, সে বিষয়েও খোঁজ চলছেI প্রসঙ্গত, সোমবার বিহারের (Bihar) বক্সার জেলায় গঙ্গার স্রোতে ভেসে আসে ১০০টি মৃতদেহI ওই ঘটনা নিয়ে যখন গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়, তার পরদিনই উত্তরপ্রদেশেও দেখা যায় সেই একই ছবিI

পুলিশের কথায়, বালিয়ার নারাহি ঘাট থেকে বক্সার ঘাটের দূরত্ব এক কিলোমিটারI জলের স্রোতে, হাওয়ার টানে বিহার থেকেই ওই মৃতদেহগুলি উত্তরপ্রদেশের দিকে ভেসে আসতে শুরু করে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন পুলিশ (Police) প্রশাসনের অনেকেইI



@endif