IPL Auction 2025 Live

Union Budget 2022-23 Highlights: নির্মলা সীতারমণের বাজেট বক্তব্যে ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোতে বসছে ৩০ শতাংশ কর

ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency Income) বাড়বাড়ন্ত অনেকদিন হল সরকারের ঘুম উড়িয়েছে। এতদিনে সেবিষয়ে সিলমোহর দিল কেন্দ্র। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে ডিজিটাল মুদ্রার প্রসঙ্গ টানলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Nirmala Sitharaman (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency Income) বাড়বাড়ন্ত অনেকদিন হল সরকারের ঘুম উড়িয়েছে। এতদিনে সেবিষয়ে সিলমোহর দিল কেন্দ্র। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে ডিজিটাল মুদ্রার প্রসঙ্গ টানলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ডিজিটাল মুদ্রায় বসতে চলেছে কর।অর্থাৎ, ভার্চুয়াল, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে যে আয় হবে তার উপরে বসবে ৩০ শতাংশ কর। নগদ টাকার সমতুল্য এই ক্রিপ্টোকারেন্সি বাজারে আনার জন্য তৎপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুরু হয়েছে প্রয়োজনীয় প্রক্রিয়াও। ক্রিপ্টোকারেন্সিকে সরকার নিষিদ্ধ করবে কি না! তানিয়ে একটা ধন্দ ছিল, আজ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর ঘোষণায় সেই ধন্দ দূর হয়ে গেল। আরও পড়ুন-Andhra Pradesh HC Warns Twitter: ভারতে কাজ করতে চাইলে আইন মেনে চলতে হবে, টুইটারকে হুঁশিয়ারি হাইকোর্টের

উল্লেখ্য, রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন সরকার দেশে ডিজিটাল মুদ্রা আনতে চলেছে। এবং রিজার্ভ ব্যাংকের অধীনে ব্লক চেনের মাধ্যমে  থাকবে এই ডিজিটাল মুদ্রার লেনদেনের তথ্য। বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রার লেনদেনের তথ্য ইন্টারনেটের ডেটাবেসে সুরক্ষিত থাকে। চাইলেই যে কেউ সেই তথ্যের খবর পাবে না। শুধুমাত্র যে ব্যক্তি  ডিজিটাল মুদ্রায় লেনদেন করবেন তিনিই  শুধুমাত্র এই সংক্রান্তে লেনদেন প্রসঙ্গে জানবেন। বলাবাহুল্য, এভাবেই ভারতের বাজারে ডিজিটাল মুদ্রা আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।