COVID-19 Vaccine Update: দেশবাসীকে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ৮০,০০০ কোটি টাকা রয়েছে? কেন্দ্র সরকারকে প্রশ্ন সিরাম ইনস্টিটিউটের কর্ণধারের

দেশজুড়ে করোনা রুখতে ভ্যাকসিন আনতে ইঁদুর দৌড় দৌড়াচ্ছে ভারতীয় সংস্থাগুলি। তবে করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর দেশের মানুষকে সুরক্ষিত করতে পারবে কেন্দ্র সরকার। করোনার ভ্যাকসিন এলেও কি সকল দেশবাসী তা পাবে? সকলকে প্রতিষেধক দেওয়ার জন্য ভ্যাকসিন কেনার টাকা কি কেন্দ্র সরকারের আছে? শনিবার সেই প্রশ্নই তুললেন সিরাম ইন্সটিটিউটের (Serum Institute) ভারতীয় শাখার সিইও আদর পুনাওয়ালা (Adar Punawala)। সিরাম ইনস্টিটিউটই ভারতে অক্সফোর্ডের টিকার পরীক্ষামূলক প্রয়োগ করছে।

ভ্যাকসিনের প্রতীকি ছবি (Photo Credits: Oxford Twitter)

নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর: দেশজুড়ে করোনা রুখতে ভ্যাকসিন আনতে ইঁদুর দৌড় দৌড়াচ্ছে ভারতীয় সংস্থাগুলি। তবে করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর দেশের মানুষকে সুরক্ষিত করতে পারবে কেন্দ্র সরকার। করোনার ভ্যাকসিন এলেও কি সকল দেশবাসী তা পাবে? সকলকে প্রতিষেধক দেওয়ার জন্য ভ্যাকসিন কেনার টাকা কি কেন্দ্র সরকারের আছে? শনিবার সেই প্রশ্নই তুললেন সিরাম ইন্সটিটিউটের (Serum Institute) ভারতীয় শাখার সিইও আদর পুনাওয়ালা (Adar Punawala)। সিরাম ইনস্টিটিউটই ভারতে অক্সফোর্ডের টিকার পরীক্ষামূলক প্রয়োগ করছে।

তিনি টুইট করে লেখেন,“কেন্দ্র সরকারের কাছে ৮০ হাজার কোটি টাকা আছে তো? কারণ, সকল দেশবাসীর জন্য করোনা ভ্যাকসিন কিনতে ও পৌঁছে দিতে আগামী এক বছরের মধ্যে এই অঙ্কের টাকাই প্রয়োজন।” আরেকটি টুইটে তিনি লেখেন, “আমি এই প্রশ্নটা করছি, কারণ ভারতের ও বিদেশের ভ্যাকসিন প্রস্তুতকারক নির্দিষ্ট গাইডলাইনস দিতে হবে। ভারতের জন্য কত টিকা প্রয়াজন, কীভাবে তা সরবরাহ হবে, তা নিয়ে সুনির্দিষ্ট ভাবনাচিন্তা দরকার”। তিনি আরও জানান, দেশজুড়ে ভ্যাক্সিনেশন করতে প্রয়োজন প্রায় ৮০,০০০ কোটি টাকা। আরও পড়ুন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হলেন মুকুল রায়, বাদ পড়লেন রাহুল সিনহা; জাতীয় সম্পাদক অনুপম হাজরা ও মুখপাত্র রাজু বিস্তা

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, সারা দেশে এই ভ্যাকসিন পৌঁছে দিতে সরকার নির্দিষ্ট গাইডলাইনস তৈরি করছে। একই কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের গলাতেও। কিন্তু সেই গাইডলাইন মেনে প্রতিষেধক কেনার বা পৌঁছে দেওয়ার অর্থ কেন্দ্রর কাছে রয়েছে কিনা সি প্রশ্নই তুললেন সিরাম কর্ণধার।