COVID-19 Vaccine FAQs: স্বল্প সময়ে তৈরি কোভিড-১৯ প্রতিষেধক কী আদৌ নিরাপদ? আপনার সব প্রশ্নের উত্তর একনজরে
করোনা তাড়াতে প্রতিষেধকের যাত্রাপর্ব শুরু হতে চলেছে ভারতে। নতুন বছরের শুরুতেই দুই করোনা টিকাকে আগেই অনুমোদন দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আগামী ১৩ জানুয়ারি থেকেই দেশজুড়ে করোনার ভ্যাক্সিন (COVID-19 Vaccine) দেওয়ার সিদ্ধান্ত। তবে এই প্রতিষেধক কতটা নিরাপদ এবং কার্যকরী? এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর একনজরে।
করোনা তাড়াতে প্রতিষেধকের যাত্রাপর্ব শুরু হতে চলেছে ভারতে। নতুন বছরের শুরুতেই দুই করোনা টিকাকে আগেই অনুমোদন দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আগামী ১৩ জানুয়ারি থেকেই দেশজুড়ে করোনার ভ্যাক্সিন (COVID-19 Vaccine) দেওয়ার সিদ্ধান্ত। তবে এই প্রতিষেধক কতটা নিরাপদ এবং কার্যকরী? এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর একনজরে।
প্রশ্ন: কোভিড-১৯ ভ্যাক্সিন সকল দেশবাসীকে কী একসঙ্গেই দেওয়া হবে?
উত্তর: কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কাদের সবচেয়ে বেশি? সেই অনুযায়ী কেন্দ্র তৈরি করেছে কয়েকটি গ্রুপ
> প্রথম গ্রুপ তথা দলে রয়েছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক-সহ কোভিডের বিরুদ্ধে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াই করছেন যারা
> দ্বিতীয় গ্রুপটি তৈরি হয়েছে পঞ্চাশোর্ধ এবং কোমর্বিটিতে আক্রান্তদের নিয়ে
> এরপর ধাপে ধাপে বাকিদের দেওয়া হবে, প্রত্যেকের প্রয়োজন বুঝে
প্রশ্ন: এত স্বল্প সময়ে তৈরি এই ভ্যক্সিন কী আদৌ নিরাপদ?
উত্তর: স্বাস্থ্য-সুরক্ষা এবং কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হয়েই টিকাকরণ চালু হবে দেশে
প্রশ্ন: প্রতিষেধক নেওয়া কী বাধ্যতামূলক?
উত্তর: বাধ্যতামূলক ঠিক নয়। তবে নিজেকে এবং আপনার চারপাশের সকলকে সুরক্ষিত রাখতে অবশ্যই প্রয়োজনীয়।
প্রশ্ন: কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন যারা, তাদের প্রতিষেধক নেওয়া কী জরুরি?
উত্তর: বাধ্যতামূলক নয়, তবে জরুরি নিশ্চয়ই। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে প্রতিষেধকটি
প্রশ্ন: করোনা সংক্রমিত ব্যক্তির ক্ষেত্রে প্রতিষেধক প্রয়োগ কীভাবে সম্ভব?
উত্তর: সংক্রমণের মধ্যে টিকাকরণ নয়। কোভিড আক্রমণের ১৪ দিন পর রিপোর্ট নেগেটিভ এবং শরীরে কোনও লক্ষ্মণ না থাকলে তবেই টিকা নেওয়া উচিত এবং সংক্রমণের সম্ভাবনা কম হবে
প্রশ্ন: একাধিক টিকার মধ্যে বাছাই করে ছাড়পত্র কীভাবে দেওয়া হচ্ছে?
উত্তর: ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্টের উপর ভিত্তি করেই জরুরিভিত্তিতে টিকাকরণে সায় দিচ্ছে জিসিজিআই
টিকাকরণ প্রক্রিয়াটি নির্দিষ্ট একটি ভ্যাক্সিনেরই দু'টি ডোজে সম্পন্ন হচ্ছে কিনা সেটিও নজরে রাখতে হবে
প্রশ্ন: ২ডিগ্রি থেকে ৮ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোভিড প্রতিষেধক সংরক্ষণ এবং ট্রান্সপোর্ট করা সম্ভব ভারতে?
উত্তর: বিশাল জনসংখ্যার এই দেশে ২৬ মিলিয়ন সদ্যোজাত শিশু এবং ২৯ মিলিয়ন গর্ভবতী মহিলার টিকাকরণ প্রয়োজন
এরজন্য প্রয়োজনীয় প্রযুক্তি রয়েছে ভারতের কাছে
প্রশ্ন: ছাড়পত্রের সঙ্গে সঙ্গে কী শুরু হয়ে যাবে প্রতিষেধক প্রয়োগের প্রক্রিয়া?
উত্তর: কার্যকারিতা এবং নিরাপদের বিষয়টিতে পাশ হয়ে গেলেই শুরু হয়ে যাবে টিকাকরণ প্রক্রিয়া
প্রশ্ন: আমি কী টিকাকরণের যোগ্য? জানব কীভাবে?
উত্তর: অনলাইনে নাম নথিভুক্তকরণের পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে টিকাকরণ নিয়ে সময়-সহ সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে
প্রশ্ন: নাম নথিভুক্তকরণের জন্য কী কী তথ্যাদি প্রয়োজন?
উত্তর: ছবি-সহ যেকোনও পরিচয়পত্রই নাম নথিভুক্তকরণের জন্য যথাযোগ্য:
> আধার/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটাই আইডি/ প্যান কার্ড/ পাসপোর্ট/ অফিসিয়াল আইডি কার্ড/ পেনশনের তথ্যাদি
> শ্রমমন্ত্রকের অধীনে স্বাস্থ্যবিমা স্মার্ট কার্ডের সূচনা
> মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA)
> সাংসদ বা বিধায়কের দেওয়া পরিচয়পত্র
> ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস প্রদত্ত পাসবই
> কেন্দ্র/ রাজ্য সরকার/ পাবলিক লিমিটেড কোম্পানির তরফে প্রদত্ত সার্ভিস আইডি কার্ড
প্রশ্ন: রেজিস্ট্রেশন ছাড়া কোনও ব্যক্তি কী কোভিড প্রতিষেধক পেতে পারেন?
উত্তর: কোভিড-১৯ প্রতিষেধকের জন্য নাম নথিভুক্তকরণ অবশ্য প্রয়োজন। নাম রেজিস্টারের পর টিকাকরণের জন্য নির্দিষ্ট স্থান এবং সময় জানিয়ে দেওয়া হবে
প্রশ্ন: সেশন সাইটে যদি কোনও ব্যক্তি সচিত্র পরিচয়পত্র দেখাতে না পারেন, তাহলে তিনি কী টিকাকরণ থেকে বঞ্চিত হবেন?
উত্তর: রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশনের সময় সচিত্র পরিচয়পত্র দেখানো আবশ্যিক
প্রশ্ন: টিকাকরণের তারিখ কবে, কীভাবে জানবেন আপনি?
উত্তর: অনলাইন রেজিস্ট্রেশনের পরই আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে তারিখ, জায়গা এবং সময়-সহ সমস্ত তথ্যের এসএমএস পাবেন
প্রশ্ন: প্রতিষেধক সংক্রান্ত সমস্ত তথ্য কী গ্রাহকের কাছে এসে পৌঁছবে?
উত্তর: কোভিড টিকাকরণের দু'টি ডোজ সম্পন্ন হলে আপনা আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস পাবেন, এছাড়াও কিউআর কোড-সহ একটি শংসাপত্র পাবেন
প্রশ্ন: টিকাকরণ কেন্দ্রে কোনও বিশেষ সতর্কতা অবলম্বন করার কী প্রয়োজনীয়তা রয়েছে?
উত্তর:
> কোভিড-১৯ প্রতিষেধক প্রয়োগের পর অন্তত ৩০ মিনিট আপনাকে নির্দিষ্ট টিকাকরণ কেন্দ্রেই বিশ্রাম নিতে হবে
> যদি আপনি অসুস্থ বোধ করেন তাহলে স্থানীয় স্বাস্থ্যক্ষেত্রে/ এএনএম/ আশাতে খবর দিতে হবে
> টিকাকরণের পরও মাস্ক পরা, স্যানিটাইজ ব্যবহার এবং সামাজিক দূরত্ব-সহ সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে
প্রশ্ন: কোভিড-১৯ টিকাকরণের পর কী কোনও সাইড-এফেক্ট হতে পারে?
উত্তর:
> নিরাপদের বিষয়টি সঠিকভাবে যাচাই করেই বাজারে আসছে কোভিড-১৯ প্রতিষেধক
> হালকা জ্বর এবং সাময়িক গায়ে হাত পায়ে ব্যথা হওয়া ছাড়া আর কোনও লক্ষ্মণ দেখা দেওয়ার সম্ভাবনা নেই
> টিকাকরণের পর যদি কোনও ব্যক্তির কোনও সমস্যা হয় তাহলে সেই বিষয়টি নির্দিষ্ট রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে থাকবে বিষয়টি
প্রশ্ন:ডায়বেটিস, ক্যান্সার এবং হাইপারটেনসনে আক্রান্ত ব্যক্তি কী কোভিড-১৯ টিকা নিতে পারবেন?
উত্তর: হ্যাঁ। অবশ্যই পারবেন। এই ধরণের রোগে আক্রান্ত ব্যক্তিরা হাই-রিস্ক ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন
প্রশ্ন: কোভিড-যুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন যারা, তাঁদের পরিবার কী পাবেন প্রথম ধাপে এই প্রতিষেধক?
উত্তর: প্রাথমিক ধাপে প্রতিষেধকের পরিমাণ সীমিত থাকার জন্য কেন্দ্রের নির্ধারিত নির্দিষ্ট গ্রুপের অন্তর্ভুক্ত ব্যক্তিরাই এই টিকা পাবেন। প্রয়োজনের ভিত্তিতে বাকিরা টিকা পাবেন
প্রশ্ন: কতদিনের ব্যবধানে এবং ক'টি ডোজ বাধ্যতামূলক?
উত্তর: ২৮ দিনের ব্যবধানে একটি টিকার দু'টি ডোজ নিতে হবে
প্রশ্ন: টিকাকরণের কতদিন পর শরীরে অ্যান্টিবডি তৈরি হবে?
উত্তর: দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর শরীরে অ্যান্টিবডি তৈরি হবে
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)