COVID-19 Surge in India: করোনার নয়া স্ট্রেন আটকাতে সমস্ত রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত করোনা বিধি মেনে চলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় স্ট্রেনের চিন্তায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১,১০,৬৩,৪৯১। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা শুক্রবার দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগামী ৩১ মার্চ পর্যন্ত করোনা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে এখনও কঠোরভাবে করোনা বিধি মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।, যতদিন না পুরোপুরি নির্মূল হচ্ছে।

ভারতে প্রতিষেধক(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা। করোনার দ্বিতীয় স্ট্রেনের চিন্তায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১,১০,৬৩,৪৯১। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা শুক্রবার দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগামী ৩১ মার্চ পর্যন্ত করোনা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে এখনও কঠোরভাবে করোনা বিধি মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।, যতদিন না পুরোপুরি নির্মূল হচ্ছে।

শুক্রবার শেষ বুলেটিন অনুযায়ী দেশে এখনও ১,৫৫,৯৯৬ সক্রিয় কেস রয়েছে এবং গতকাল ১২,১৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত কঠোরভাবে মানতে হবে করোনা বিধি। সিনেমা হল, থিয়েটারগুলিতে যেমন ভাবে অধিক সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রায় কোনও বাধা নেই। আরও পড়ুন, অ্যান্টিলার সামনে বিস্ফোরক বোঝাই গাড়ির তদন্ত তল্লাশিতে মিলল নয়া সূত্র, মিলল নাগপুর যোগ

দেশে টিকাকরণ অধিকতর করা হচ্ছে বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রথম দফার টিকাকরণ শেষ। আগামী ১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হবে। সবার প্রথমে ৬০ ঊর্ধ্বদের টিকাকরণ করা হবে। বয়স্কদের পর কো-মরবিডিটি আক্রান্ত হলে তাদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। করোনার চেন ভেঙে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য। একই জায়গায় একের অধিক করোনা আক্রান্ত হলে সেই জায়গা কনটেনমেন্ট জোন করা হবে সেই এলাকা বলে জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রক তরফে।



@endif