Coronavirus Advisory: কেরালায় মোট ৩ জনের শরীরে মিলল করোনাভাইরাসের সংক্রমণ, ভ্রমণে সতর্কতা জারি কেন্দ্রের

দক্ষিণের রাজ্য কেরালায় (Kerala) আরও একজনের শরীরে মিলল করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। এই নিয়ে ৩ জনের শরীরে মিলল করোনাভাইরাসের সংক্রমণ। তাই পরিস্থিতি ঠেকাতে সোমবার সকালেই ভ্রমণে সতর্কতা (Travel Advisory) জারি করল কেন্দ্র।

করোনাভাইরাস (Photo credits: Px Fuel)

নতুন দিল্লি, ৩ ফেব্রুয়ারি: দক্ষিণের রাজ্য কেরালায় (Kerala) আরও একজনের শরীরে মিলল করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। এই নিয়ে ৩ জনের শরীরে মিলল করোনাভাইরাসের সংক্রমণ। তাই পরিস্থিতি ঠেকাতে সোমবার সকালেই ভ্রমণে সতর্কতা (Travel Advisory) জারি করল কেন্দ্র।

কেরালা সরকার আজ আরও একজনের রক্তে করোনাভাইরাস পাওয়ার কথা স্বীকার করেছে। এই নিয়ে কেরালায় করোনাভাইরাস বা উহান ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন। এখনও পর্যন্ত দেশে যে কজন মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে তারা সবাই কেরালার বাসিন্দা বলেই খবর। এদের সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের অবস্থা স্থিতিশীল এবং ২৪ ঘণ্টা এদের মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিন সফরের (China Tour) ওপর নতুন সতর্কীকরণ জারি করেছে। এএনআই সূত্রে খবর, আক্রান্ত তিনজন ব্যক্তিই চিন থেকে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) হয়ে কেরলে গিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম যে ব্যক্তির দেহে করোনা ভাইরাস মিলেছিল, ওই ব্যক্তি আপাতত ত্রিসূর হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, করোনা ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত কেরলের দ্বিতীয় ব্যক্তি আলাপ্পুজাহ হাসপাতালে ভর্তি রয়েছেন। কেরলের কাসারগড় এলাকা থেকে করোনা আক্রান্ত তৃতীয় ব্যক্তির খোঁজ মিলেছে। তৃতীয় ব্যক্তিও সম্প্রতি চিনের উহানে গিয়েছিলেন। এখান থেকেই তাঁর দেহে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চিনে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ৩৫০ ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৪ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি এখনও পর্যন্ত ৩০২জনের মৃত্যুর খবরও মিলেছে। কিছুদিন আগে করোনা নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে হু(World Health Organisation)। এবার চিনের পাশাপাশি ভারতও কাঁপছে করোনা ভাইরাসের আতঙ্কে। এর আগে কেরলের দুই ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। এবার কেরল থেকে আরও এক ব্যক্তির দেহে মিলল করোনা ভাইরাস। আরও পড়ুন: Coronavirus: কেরলে খোঁজ মিলল করনো আক্রান্ত তৃতীয় ব্যক্তির, আতঙ্কে কাঁপছে কলকাতাও

গত ২৩ জানুয়ারি চিনের কুনমিং থেকে কলকাতা বিমানবন্দর হয়ে ২০ জনের একটি দল কেরলে ফেরেন। মোট ৫০ জন যাত্রী ছিলেন ওই বিমানটিতে। ওই বিমানের ৫০ জন যাত্রীকেই স্বাস্থ্যপরীক্ষার (Health Test) মধ্যে রাখা হয়েছে। নিউজ ১৮-এর খবর অনুযায়ী,  এদের মধ্যে কেরলের বাসিন্দা ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ, ওড়িশা, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এলং তামিলনাড়ুর (Tamil Nadu) বাসিন্দা। বিমানে থাকা প্রত্যেক যাত্রীকেই তাদের নিজের নিজের রাজ্যে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)।