Assembly Bypolls Results 2024 LIVE: লোকসভার রক্তক্ষরণ আরও বেড়ে খারাপ ফল বিজেপির, রায়গঞ্জে প্রথমবার জয়ের ফুল ফুটিয়ে বাংলায় দিদির চারে চার
কংগ্রেস, তৃণমূলের সৌজন্যে এই উপনির্বাচনে ঝড় তুলল ইন্ডিয়া জোট। বাংলায় সব কটি আসনে হারের পাশাপাশি নিজেদের গড় উত্তরাখণ্ডেও পরাস্ত হল বিজেপি।
Assembly Bypolls Results 2024 LIVE: বিজেপির লোকসভা ভোটের রক্তক্ষরণ আরও বাড়ল। বৃহস্পতিবার হওয়া দেশের ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি। লোকসভা ভোটের পর দেশের প্রথম উল্লেখযোগ্যে নির্বাচনে খারাপ ফল হল এনডিএ জোটের। এখনও পর্যন্ত যা হিসেব তাতে উপনির্বাচন হওয়া দেশের ১৩টি বিধানসভা আসনের মধ্যে ১০টি-তে এগিয়ে ইন্ডিয়া, ২টি-তে এনডিএ ও বাকি একটিতে নির্দল প্রার্থী।
বাংলায় সব কটা আসন খুইয়ে দিদি ঝড়ে ধরাশায়ী হল পদ্মশিবির। উত্তরাখণ্ডের বদ্রিনাথের মত কেন্দ্রেও হেরে গেল বিজেপি। হিমাচলপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর স্ত্রী জিতলেন। তিন বছর আগে বাংলার বিধানসভা নির্বাচনে রায়গঞ্জে বিজেপি জিতেছিল ২০ হাজার ভোটে, এবার সেখানে গেরুয়া শিবিরের প্রার্থী হারল ৫০ হাজার ভোটের ব্যবধানে। ক দিন আগে বাগদা, রানাঘাট দক্ষিণের মত বিধানসভায় বড় লিডের সৌজন্যে সেইসব জায়গার লোকসভা আসনে জিতেছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনে বদলে গেল সব কিছু। দিদি ঝড়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বনগাঁ, জগন্নাথ সরকারের রানাঘাটে জয় ছিনিয়ে নিল তৃণমূল। পাশাপাশি সাধন পান্ডের মানিকতলা ধরে রাখল তৃণমূল।
পঞ্জাব ও তামিলনাড়ুতে হওয়া একটি করে বিধানসভায় আসন ধরে রাখল দুই শাসক দল-আপ ও ডিএমকে। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে দুটি আসনেই জিতল কংগ্রেস।
২০২৪ উপনির্বাচনের ফল:
মোট আসন-১৩
ইন্ডিয়া: ১০ (কং: ৪, তৃণমূল: ৪, ডিএমকে:১, আপ:১)
এনডিএ: ২ (বিজেপি: ২, জেডি (ইউ):০)
নির্দল: ১ (বিহারে)
এক নজরে দেশের ১৩টি বিধানসভা উপনির্বাচনের ফল
পশ্চিমবঙ্গ (৪)- তৃণমূলের চারে চার, এই প্রথম জয় রায়গঞ্জে
মানিকতলা ধরে রেখে বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিজেপি-র থেকে ছিনিয়ে নিল তৃণমূল।
1) মানিকতলা: ৬২ হাজার ভোটে জয়ী তৃণমূল। সাধনার ফল-
রেকর্ড ভোটে জিতলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। সুপ্তি-র জয়ের মার্জিন দাঁড়াল ৬২ হাজার ৩১২। আরও একবার ভোটের ময়দানে গোল খেলেন কল্যাণ চৌবে। ২০১৯ কৃষ্ণনগর লোকসভায়, ২০২১ মানিকতলার পর এবার ২০২৪ মানিকতলা বিধানসভা উপনির্বাচনেও হারলেন দেশের ফুটবলের সিংহাসনে থাকা কল্যাণ। গত মাসে হওয়া লোকসভা ভোটে মানিকতলায় তৃণমূলের লিড ছিল ৩ হাজারের মত। সেখান থেকে এবার তৃণমূল বড় ব্যবধানে জিততে চলেছে।
2) বাগদা: জয়ী তৃণমূল- মধুর জয় দিদির
মাত্র ২৫ বছর বয়েসে বিধায়ক হচ্ছেন মতুয়া গড়ের ঠাকুর পরিবারের মেয়ে মধুপর্ণা ঠাকুর। রাজ্য বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার পথে মধুপর্ণা হারালেন ৩৩ হাজার ৪৫৫ ভোটের ব্যবধানে হারালেন বিজেপির বিনয় বিশ্বাসকে। বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাস পেলেন মাত্র ৮ হাজার ভোটে। আর সাহস করে প্রার্থী দিয়ে কংগ্রেসের প্রাপ্তি মাত্র ১ হাজার ৪৩৮টি ভোট।
3) রানাঘাট দক্ষিণ: জয়ী তৃণমূল- জয়ের মুকুট দিদির
সম্প্রতি হওয়া লোকসভা নির্বাচনে একমাত্র রানাঘাটেই ৫০ শতাংশের বেশী ভোট পেয়ে জিতেছিলেন বিজেপির জগন্নাথ সরকার। রানাঘাট দক্ষিণ আসনেও বড় ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু বিধানসভা উপনির্বাচনে উল্টে গেল হিসেব। তৃণমূলের মুকুট মণি অধিকারী ৩৯ হাজার ভোটের ব্যবধানে হারালেন বিজেপির মনোজ বিশ্বাস-কে। সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস পেলেন মাত্র ১৩ হাজার ভোট।
4) রায়গঞ্জ: জয়ী তৃণমূল-মমতার অভিষেক জয়
এই প্রথম রায়গঞ্জ বিধানসভায় জয় পেল তৃণমূল। গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দি়য়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর কৃষ্ণকে লোকসভায় প্রার্থী করে তৃণমূল। লোকসভায় 68 হাজার ভোটে বিজেপির কার্তিক পালের কাছে হারলেও উপনির্বাচনে তৃণমূলের টিকিটে কৃষ্ণ কল্যাণী জিতলেন ৫০ হাজার ৭৭ ভোটে। ২০২১ বিধানসভায় তৃণমূলের কানাই লাল আগরওয়ালকে ২০ হাজার ভোটে হারিয়েছিলেন তখন বিজেপিতে থেকা কৃষ্ণ কল্যাণী।
গত নির্বাচনের ফল: বিজেপি-৩, তৃণমূল-১
এবার তৃণমূল ৪, বিজেপি-০।
---------------------
হিমাচল প্রদেশ (৩)-
- হামিরপুর (জয়ী বিজেপি): দেড় হাজার ভোটে জয়ী বিজেপি প্রার্থী আশীষ শর্মা।
2) দেহরা (জয়ী কংগ্রেস): কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু-র স্ত্রী কমলেশ ঠাকুর ৯ হাজার ৩৯৯ ভোটে হারালেন বিজেপির হোসয়ার সিং-কে। গতবার এই বিধানসভা আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী হোসয়ার সিং। পরে তিনি বিজেপিতে যোগ দেন।
3) নালাগড় (জয়ী কংগ্রেস): কংগ্রেস প্রার্থী হরদীপ সিং বাওয়া প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে হারালেন বিজেপির কৃষ্ণন ঠাকুরকে। এই আসনে গতবার নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন কৃষ্ণন লাল ঠাকুর। পরে তিনি বিধানয়ক হিসেবে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন। এবার ফের বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হারলেন কৃষ্ণন।
--------------------------------
উত্তরাখণ্ড (২)-
বদ্রিনাথ (জয়ী কংগ্রেস): ৯৭ শতাংশ হিন্দু ভোটার থাকা বদ্রিনাথে বিজেপি হেরে গেল। কংগ্রেস প্রার্থী লক্ষপত বাউতেলার জয়ের ব্যবধান দাঁড়াল ৫ হাজার ২২২।
মাঙ্গলুর: (জয়ী কংগ্রেস): কংগ্রেস প্রার্থী কাজি মহম্মদ নাজিমুদ্দিন জয়ী ৪২২ ভোটে।
(গত নির্বাচনের ফল: কংগ্রেস-১, বিএসপি-১)
------------------------------------------
বিহার (১)-
রূপাউলি- জয়ী নির্দল
বাহুবলী নেতা, লোক জনশক্তি পার্টি টিকিট না দেওয়ায় নির্দল হয়ে দাঁড়ানো শঙ্কর সিং চমকে দিলেন। গত মাসে পূর্ণিয়া লোকসভায় নির্দল হয়ে জয়ী পাপ্পু যাদবের অনুগামী শঙ্কর সিং হারিয়ে দিলেন নীতীশ কুমারের দল জেডিইউয়ের প্রার্থী কালাধর প্রসাদ মণ্ডল-কে। নীতীশের দল ছেড়ে লালুর দলে এসে ভোটে দাঁড়ানো এখানকার গতবারের বিধায়িকা বিমা ভারতী হলেন তৃতীয়। গতবার জেডি (ইউ)-য়ের হয়ে দাঁড়িয়ে বীমা ভারতী জিতেছিলেন ২০ হাজার ভোটে। গতবার রামবিলাস পাসোয়ানের দলের টিকিটে দাঁড়িয়ে হারা শঙ্কর সিং নির্দল হয়ে দাঁড়িয়ে জিতলেন।
(গত নির্বাচনের ফল: জেডি ইউ জয়ী)
-------------------------
পঞ্জাব (১) -
জলন্ধর পশ্চিম (জয়ী আপ)
মার্জিন অনেকটা বাড়িয়ে আসন ধরে রাখল আপ। আপ প্রার্থী মহিন্দার ভগবত ৩৭ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে হারালেন বিজেপির শীতল অনুগরালকে। লোকসভায় পঞ্জাবে ভাল ফল করেছিল কংগ্রেস। কিন্তু এই উপনির্বাচনে জলন্ধরে কংগ্রেস প্রার্থী সুরিন্দর কৌর মাত্র ১৬ হাজার ভোট পেয়ে তৃতীয় হলেন। গতবার এই আসনে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল।
(গত নির্বাচনের ফল: আপ জয়ী ৪ হাজার ভোটে)
------------------------
তামিলনাড়ু (১)-
বিক্রভান্দি (জয়ী ডিএমকে)
রেকর্ড ভোটে জয়ের পথে কংগ্রেস সমর্থিক ডিএমকে প্রার্থী আন্নিয়ুর শিবা।
(গত নির্বাচনের ফল ডিএমকে জয়ী)
-------------------------------
মধ্যপ্রদেশ (১)
আমারওয়ারা: জয়ী বিজেপি
(গত নির্বাচনের ফল: কংগ্রেস জয়ী)
----------------------------
গতবারের ফল (জোটের হিসেবে)
ইন্ডিয়া: ৫ (কং: ২, তৃণমূল: ১, ডিএমকে:১, আপ:১)
এনডিএ: ৪ (বিজেপি: ৩, জেডি (ইউ): ১)
নির্দল: ৩
বিএসপি: ১
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)