Article 370: কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদীকে সমর্থন বিজেপি-র তিন কট্টর বিরোধী দলের, বিরোধিতা NDA-র যে শরিক দলের

জম্মু-কাশ্মীর নিয়ে নয়া সিদ্ধান্তে নরেন্দ্র মোদি সরকারকে সমর্থন করল বিজেপি বিরোধী তিনটি দল। সংবিধানের ধারা ৩৭০-র বিলোপ ঘটিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। জম্মু-কাশ্মীরকে দুভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

অমিত শাহ।

নয়া দিল্লি, ৫ অগাস্ট: Scrapping of Article 370। জম্মু-কাশ্মীর নিয়ে নয়া সিদ্ধান্তে নরেন্দ্র মোদি সরকারকে সমর্থন করল বিজেপি-র কট্টর বিরোধী তিনটি দল। সংবিধানের ধারা ৩৭০-র বিলোপ ঘটিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। জম্মু-কাশ্মীরকে দুভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আর মোদি সরকারের কাশ্মীর সিদ্ধান্তে পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যে কেজরি মোদি সরকারের কট্টর বিরোধী।

কেজরিওয়ালের আম আদমি পার্টি-র মত ওডিশার শাসক দল নবীন পট্টনায়েকের বিজেডিও কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদি-র পাশে দাঁড়িয়েছেন। আশ্চর্যজনকভাবে BSP নেত্রী মায়াবতীও ৩৭০ ধারা তুলে নেওয়ার মোদি সরকারের সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছেন। আরও পড়ুন-যে হোয়াটসঅ্যাপ মেসেজে খুশি হয়ে ভক্তকে বিয়ে করলেন রাখি সাওয়ান্ত, কী মেসেজ জানেন!

তবে নীতীশ কুমারের জেডি(ইউ) তিন তালাক বিলের পর কাশ্মীর ইস্য়ুতে মোদি সরকারের বিরোধিতা করেছে। অন্ধ্রপ্রদেশের শাসক ও বিরোধী দুটি দলই ৩৭০ ধারা নিয়ে মোদি সরকারের পাশে দাঁড়িয়েছে। অন্ধ্র রাজনীতির যুযুধান দুই দলের প্রধান- মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ও টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু মোদিকে সমর্থন জানিয়েছেন। ইউপিএ-র শরিক দল ডিএমকে কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়েছে। তবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কেন্দ্র সরকারের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে।

কাশ্মীর সিদ্ধান্ত গণতন্ত্রের কালো দিন বলে তীব্র বিরোধিতায় সরব হয়েছেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

বিজেডি ছাড়া NDA-র সব শরিক দল কাশ্মীর ইস্য়ুতে নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শিবসেনা থেকে AIADMK, শিরোমণি অকালি দল, বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (BDF) কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছে। সিপিআই(এম) এই ইস্য়ুতে কেন্দ্র সরকারের তীব্র বিরোধিতা করেছে।

এক নজরে কাশ্মীর নিয়ে নয়া সিদ্ধান্ত কারা পক্ষে, কারা বিপক্ষে

পক্ষে- আম আদমি পার্টি, বিএসপি, বিজেডি, শিবসেনা, AIADMK, টিআরএস, YSR কংগ্রেস, টিডিপি, শিরোমনি অকালি দল।

বিপক্ষে-কংগ্রেস, জেডি (ইউ) পিডিপি, ন্যাশানাল কনফারেন্স, সিপিআই (এম), ডিএমকে।