BrahMos : নৌসেনাতে প্রাথমিক অস্ত্র হিসেবে বাড়ল ব্রাম্বোসের গুরুত্ব
অন্যান্য দেশ থেকে আনা ক্ষেপনাস্ত্রের পরিবর্তে এবার নৌসেনায় সব ক্ষেত্রেই প্রাথমিকভাবে ব্যবহার করা হবে ব্রাম্ভোস ক্ষেপনাস্ত্র
দেশের প্রাথমিক ক্ষেপনাস্ত্র হিসেবে ব্রাম্ভোসকেই ব্যবহার করা হবে বলে জানালেন নৌসেনা প্রধান আর কে হরি। সোমবার তিনি জানান, পুরনো অন্যান্য দেশ থেকে নিয়ে আসা ক্ষেপনাস্ত্রগুলিকে পরিবর্তন করে এবার ব্রাম্ভোস ব্যবহার করা হবে।
তিনি জানান, "এটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেপনাস্ত্র, এবং দুরত্ব সহ অন্যান্য ক্ষেত্রে এটি ক্রমশই উন্নত হচ্ছে। বিষয়টি হচ্ছে এটি ভারতের তৈরী। তাই আমরা অন্যান্যদের কাছে নির্ভরশীল নয়। এটাকে মেরামত করা যাবে। যন্ত্রাংশও পাওয়া যাবে। তাই এটা বড় অগ্রাধিকার।"
সম্প্রতি পুনেতে অনুষ্টিত হওয়া ডিফেন্স এক্সপোতে এমনটাই জানান তিনি। ডিফেন্স এক্সপোতে (Defence Expo) বিভিন্ন ধরনের সংস্থা, ডিআরডিও র বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এখানো প্রদর্শনী করানো হয়।
ক্যাবিনেট কমিটির তরফে ২০০ ব্রাম্ভোস মিসাইলের জন্য ১৯ হাজার কোটি টাকার চুক্তিতে ছাড়পত্র দিয়েছে নিরাপত্তা কমিটি। আগামী ৫ মার্চ এই চুক্তি সম্পন্ন হবে।