Basirhat Lok Sabha Election Results 2024 Live: সন্দেশখালি ইস্যুর প্রভাব কি পড়বে বসিরহাটের ভোট বাক্সে?

চব্বিশের নির্বাচনে সন্দেশখালি ইস্যু কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে রাজ্যের শাসক দলের। অন্যদিকে এই সন্দেশখালি ইস্যুকে তুরুপের তাস হিসেবে কাজে লাগাতে পারে কি না বিজেপি তাই এখন দেখার।

কলকাতাঃ পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বসিরহাট। এই কেন্দ্রের বর্তমান সাংসদ নুসরত জাহান রুহি। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা গঠিত। এই বিধানসভা কেন্দ্রগুলি হল বাদুড়িয়া, সন্দেশখালি,হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখাঁ, , বসিরহাট উত্তর ও বসিরহাট দক্ষিণ। এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি এ বার ভোটের বড় ইস্যু। রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছিল এই সন্দেশখালি (Sandeshkhali)  ইস্যু। এই ঘটনার পর সন্দেশখালির বিদায়ি সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন হাজি নুরুল ইসলাম। অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে রেখা পাত্রকে। এই কেন্দ্রের ভোট ১ লা জুন।

২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্রে রাজ করেছে বামেরা। প্রথম ২০০৯ সালে এই আসনে ক্ষমতা বিস্তার করে তৃণমূল কংগ্রেস। চার বারের সাংসদ অজয় চক্রবর্তীকে হারিয়ে দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুরুল ইসলাম। ৪ লক্ষ ৮০ হাজার ভোট পেয়েছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে জেতে তৃণমূল কংগ্রেস। সে বার ৪ লক্ষ ৯২ হাজার ভোটে জিতেছিলেন ইদ্রিস আলি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিআই প্রার্থী নুরুল শেখ। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৩ লক্ষ ৮২ হাজার। তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। তিনি পেয়েছিলেন ২ লক্ষ ৩৩ হাজার ভোট। চব্বিশের নির্বাচনে সন্দেশখালি ইস্যু কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে রাজ্যের শাসক দলের। অন্যদিকে এই সন্দেশখালি ইস্যুকে তুরুপের তাস হিসেবে কাজে লাগাতে পারে কি না বিজেপি তাই এখন দেখার।