আজ এপিজে আব্দুল কালামের ৮৮ তম জন্ম বার্ষিকী; মিসাইল ম্যানের সম্পর্কে এই ১০ টি কথা জানতেন?

আবুল পাকির জয়িনুল আবেদিন আব্দুল কালাম (Avul Pakir Jainulabdeen Abdul Kalam)। আমাদের শ্রদ্ধার এপিজে আব্দুল কালাম (APJ Abdul Kalam)। আজ বিশ্ববরেণ্য এই মানুষটির ৮৮ তম জন্ম বার্ষিকী। ১৯৩১ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল তাঁর। কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী (Scientist) হিসেবে। পরে তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি (President) নির্বাচিত হন। বিশ্ববন্দিত এই মানুষটির সম্পর্কে কে না জানে? কিন্তু দেখুন তো মিসাইল ম্যানের (Missile Man) সম্পর্কে এই ১০ টি তথ্য জানতেন কিনা!

এপিজে আব্দুল কালাম (Photo Credits: File Image)

আবুল পাকির জয়িনুল আবেদিন আব্দুল কালাম (Avul Pakir Jainulabdeen Abdul Kalam)। আমাদের শ্রদ্ধার এপিজে আব্দুল কালাম (APJ Abdul Kalam)। আজ বিশ্ববরেণ্য এই মানুষটির ৮৮ তম জন্ম বার্ষিকী। ১৯৩১ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল তাঁর। কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী (Scientist) হিসেবে। পরে তিনি ভারতের একাদশতম রাষ্ট্রপতি (President) নির্বাচিত হন। বিশ্ববন্দিত এই মানুষটির সম্পর্কে কে না জানে? কিন্তু দেখুন তো মিসাইল ম্যানের (Missile Man) সম্পর্কে এই ১০ টি তথ্য জানতেন কিনা!

মিসাইল ম্যানের ৮৮তম জন্মদিনে শুভেচ্ছা (Wishes) জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। মঙ্গলবার সকালেই নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে স্যার কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, " ড: এপিজে আব্দুল কালামের জন্মজয়ন্তীতে আন্তরিক শ্রদ্ধা জানাই। শক্তিশালী ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওনার স্বপ্ন ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার আদর্শ, কাজ দেশবাসীকে সবদিক থেকে অনুপ্রাণিত করতে থাকবে। ডঃ এপিজে আব্দুল কালামের জন্মদিনে ভারতবাসীর স্যালুট।" মিসাইল ম্যানের জন্মদিনে লেটেস্টলি বাংলার তরফ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।