Gujarat Building Collapsed: গুজরাটে আবাসন ভেঙে নিখোঁজ ৩

আবাসন ভেঙে পড়ে চাপা পড়লেন আটজন। দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের জামনগরের সাধনা কলোনি এলাকায়। পরে তার মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিন জন।

Photo Credits: ANI

আবাসন ভেঙে পড়ে চাপা পড়লেন আটজন। দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) জামনগরের (Jamnagar) সাধনা কলোনি (Sadhana Colony) এলাকায়। পরে তার মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিন জন। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান জামনগরের সাংসদ পুনমবেন মাদ্দাম (Jamnagar MP Poonamben Maadam)। আরও পড়ুন :Wheat Prices: গমের দাম বৃদ্ধির জের, আমদানি শুল্ক কমানোর পরিকল্পনা কেন্দ্রের!



@endif