Air Missile : ৪০০ কিমি দুরত্বের ক্ষেপনাস্ত্র তৈরির পথে ভারত

নতুন এই ক্ষেপনাত্র তৈরি হলে তা ৪০০ কিমি দুরত্বের যে কোন বস্তুর মধ্যে আঘাত হানতে সক্ষম হবে

Missile (Photo Credit: Twitter)

প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় বিপ্লব আসতে চলছে ভারতে। অস্ত্র তৈরির ক্ষেত্রে আর একধাপ এগিয়ে এসে নতুন ধরনের মিসাইল আনতে চলেছে ভারত। আর এই ক্ষেপনাত্র তৈরির মধ্যে দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে দেশ। সম্প্রতি ভারতের তরফে একটি ক্ষেপনাত্র তৈরির প্রচেষ্টায় রয়েছে। যা হবে ৪০০ কিলোমিটার রেঞ্জের। নতুন এই ৩ লেয়ার সিস্টেমের ক্ষেপনাস্ত্রটি আপাতত প্রাথমিক স্টেজে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। খুব শীঘ্রই তা ছাড়পত্র পাবে বলে প্রতিরক্ষা সূত্রে জানা যাচ্ছে।

২.৫ বিলিয়নের এই প্রজেক্ট কার্যকর হলে ভারত সামরিক দিক থেকে আর বাকি প্রথম সারির দেশগুলির সমকক্ষ হয়ে উঠতে পারবে।

এই প্রজেক্ট তৈরির কথা বার্তা ইতিমধ্যেই শুরু হয়েছে কেননা সম্প্রতি ইজরায়েলের সঙ্গে যৌথভাবে মধ্যম মাত্রার সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তি তৈরির কাজ চলছে।যা ৭০ কিমি দুরত্বে যে কোন লক্ষ্যকে আঘাত হানতে সক্ষম হবে।

নতুন ধরনের এই ক্ষেপনাস্ত্র অনেকটাই রাশিয়ার এস ৪০০ এর সমকক্ষ হয়ে উঠতে পারবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

তবে ভারতের কাছে ইতিমধ্যেই যে এস ৪০০ রয়েছে তা ৪০০ কিমি দুরত্বের মধ্যে যে কোন টার্গেটে আঘাত হানতে সক্ষম।