Uranium In UP's Sonbhadra Mine: তাল তাল সোনার পর এবার সোনভদ্রের স্বর্ণখনিতে ইউরেনিয়াম!
উত্তরপ্রদেশের সোনভদ্রে বিপুল স্বর্ণখনির (Gold Mine) সন্ধান মিলেছে। এ খবর চাওর হতে দেরি হয়নি। এবার শনিবারের বেলা গড়াতেই হদিশ মিলল ওই খনিতেই নাকি মহামূল্যবান ইউরেনিয়াম পাওয়া যেতে পারে। এমনটাই বলছেন জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা।
লখনউ, ২২ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের সোনভদ্রে বিপুল স্বর্ণখনির (Gold Mine) সন্ধান মিলেছে। এ খবর চাওর হতে দেরি হয়নি। এবার শনিবারের বেলা গড়াতেই হদিশ মিলল ওই খনিতেই নাকি মহামূল্যবান ইউরেনিয়াম পাওয়া যেতে পারে। এমনটাই বলছেন জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা।
সোনভদ্র জেলার (Sonbhadra District) বেশ কিছু এলাকায় বিগত কয়েকদিন ধরে চলছিল খননকার্য। প্রশাসন জানায়, উত্তরপ্রদেশ সরকার এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) যৌথ উদ্যোগে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। এত বছর ধরে গবেষণার পর স্বর্ণখনির সন্ধান পেয়ে খুশি জিএসআই। পরিসংখ্যান বলছে, গোটা দেশের কাছে যে পরিমাণ সোনা সংরক্ষিত আছে, তার পাঁচ গুনের সন্ধান মিলেছে সোনভদ্র জেলায়। এই মুহূর্তে গোটা দেশে ৬২৬ টনের কাছাকাছি সোনা রয়েছে। আর সোনভদ্র জেলার দুই জায়াগায় রয়েছে ৩৩৫০ টন সোনা। অর্থাৎ ৩৩৫০০ কিলো সোনা। সোনভদ্র জেলার খনি আধিকারিক কেকে রাই ANI-কে জানিয়েছেন, 'বিপুল পরিমাণ সোনা মিলেছে রাজ্যের সোনাপাহাড়ি এবং হারদি মাঠ এলাকা থেকে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে অনুমান করা হচ্ছে যে, সোনাপাহাড়ি এলাকা থেকে ২৭০০ টন সোনা উদ্ধার করা হয়েছে এবং হারদি মাঠ এলাকা থেকে ৬৫০ টন।' সোনভদ্রর খনি আধিকারিক কেকে রাই আরও বলছেন, 'ইউরেনিয়ামের ভাণ্ডার থাকার সম্ভাবনাও রয়েছে ওই এলাকায়।' আরও পড়ুন: Gold Mine: গোটা দেশের প্রায় ৫ গুণ বেশি স্বর্ণখনির সন্ধান উত্তরপ্রদেশে
খুব শীঘ্রই যে তার সন্ধানও (Investigation) শুরু হতে চলেছে, সে কথাও জানিয়েছেন তিনি। ২০০৫ সাল থেকেই ওই এলাকায় সোনা খোঁজার কাজ করছে জিএসআই। এতদিন গবেষণা এবং অনুসন্ধানের পর ২০১২ সালে সোনার রয়েছে তার প্রমাণ মিলেছিল। খনি আধিকারিক আরও বলেছেন, 'স্বর্ণখনির উপস্থিতি পাওয়ার পর থেকেই ওই সোনার খনি দু’টি মাইনিংয়ের জন্য লিজে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। আগামী কালই সমগ্র এলাকা পরিদর্শন করে খনিজ সম্পদ দফতরকে রিপোর্ট দেবে এই কমিটি।'
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)