Khujli Gang in Delhi: শহরে বেড়েছে 'খুজলি গ্যাং'-এর উপদ্রব, চুলকোনোর পাউডার ছড়িয়ে দিনেদুপুরে সবকিছু লুঠ করে নিচ্ছে দুষ্কৃতিরা, দেখুন ভিডিও
রাস্তায় হেঁটে যাচ্ছে মানুষ। আচমকাই তাঁর অজান্তে গায়ে পড়ল কিছুটা পাউডার। কে ফেলল সেটা বোঝার উপায় নেই। এমনকী গায়ে পাউডার পড়লে অনেকেই তা বুঝতে পারেন না। তবে কিছুটা গিয়েই শরীরের ওই অংশ শুরু হবে অসহ্য চুলকানি। তারপর...
রাস্তায় হেঁটে যাচ্ছে মানুষ। আচমকাই তাঁর অজান্তে গায়ে পড়ল কিছুটা পাউডার। কে ফেলল সেটা বোঝার উপায় নেই। এমনকী গায়ে পাউডার পড়লে অনেকেই তা বুঝতে পারেন না। তবে কিছুটা গিয়েই শরীরের ওই অংশ শুরু হবে অসহ্য চুলকানি। এরপরেই সেই মানুষটি চুলকানির জন্য পিঠে বা হাতের ব্যাগ খুলে আশেপাশে রাখবে। আর সেই ফাঁকেই কয়েকজন এসে সেই মানুষটির নজর এড়িয়ে ব্যাগ নিয়ে চম্পট দেবে। এটা কোনও গল্প নয়, এটা বাস্তব একটি ঘটনা। আর এমন ঘটনা ঘটছে রাজধানী দিল্লিতে। যদিও আক্রান্ত ব্যক্তি বা স্থানীয় বাসিন্দাদের নজর এড়িয়ে মহানন্দে এই গ্যাং চুরি করলেও মাঝেমধ্যে তাঁরা ধরা পড়ছে সিসিটভি ক্যামেরায়। আর এই ভিডিওর ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, চলতি জুলাই মাসেই দিল্লির সর্দার বাজার এলাকায় এরকম ঘটনা ঘটছে। যদিও সিসিটিভি ফুটেজে দুটি ঘটনা সামনে এসেছে তবে পুলিশের দাবি, তাঁদের কাছে একাধিক এই ধরনের অভিযোগ এসেছে। সম্প্রতি দুটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে রাস্তায় হাটছিল। পাশ থেকে কয়েকজন ব্যক্তি হাঁটতে হাঁটতে তাঁর ঘাড়ে কিছু ছড়িয়ে দেয়। এরপর কিছুটা এগিয়ে সে জামা খুলে পিঠ চুলকাতে থাকে এবং হাতের ব্যাগটি মাটিতে রাখে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাগ নিয়ে বেপাত্তা অভিযুক্তরা।
অন্যদিকে একটি দোকানে মধ্যে এক ব্যক্তি ঢুকতে যাবে তখন তাঁর সেই কাঁধেই পেছনে থেকে পাউডার ফেলে দেওয়া হয়। এরপর দোকানে ঢুকতেই শুরু হয় চুলকানি। বাধ্য হয়ে সে একটি সোভায় তাঁর হাতের ব্যাগটি রেখে ভেতরে যায়। সেই সময় এক মহিলা দোকানে ছিলেন। তাঁর নজর এড়িয়ে কয়েকজন যুবক এসে ওই ব্যাগ হাতিয়ে চলে যায়। এই দুই ভিডিও দেখে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি লেটেস্টলি টিম।