Bihar Chimney Blast: মোতিহারিতে ইটভাটার চিমনি বিস্ফোরণে মৃত কমপক্ষে ৬, জখম ১০
খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। বিস্ফোরণে জখমদেরও স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
মোতিহারি: ইটভাটার (Brick Kiln) চিমনিতে (Chimney) বিস্ফোরণের (Blast) ফলে মৃত্যু (death) হল কমপক্ষে ৬ জনের। জখম হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি (accident) ঘটেছে বিহারের (Bihar) পূর্ব চম্পারণ জেলার (East Champaran district) মোতিহারির (Motihari) রামগরওয়া (Ramgarhwa) এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মোতিহারির রামগারওয়া এলাকায় অবস্থিত একটি ইটভাটার চিমনিতে আচমকা বিস্ফোরণ হয়। এর ফলে ওই ইটভাটার মালিক মহম্মদ ইশহার-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও ১০ জন। আরও পড়ুন: Bihar Hooch Tragedy: বিহারে বিষ মদ কাণ্ডে ধৃত মূলচক্রী হোমিওপ্যাথি কম্পাউন্ডার-সহ ৫
বিহার পুলিশের হেডকোয়ার্টার (Bihar Police headquarters) থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই দুর্ঘটনার খবর পেয়েই জেলা শাসক (District Magistrate) ও পুলিশ সুপার (Superintendent of Police) ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধার কাজ চলছে।
এক পুলিশ আধিকারিক জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন (fire tenders)। বিস্ফোরণে জখমদেরও স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন: Loan Fraud Case: ঋণ প্রতারণা মামলায় ICICI Bank-এর প্রাক্তন এমডি ও সিইও-কে গ্রেফতার করল সিবিআই
এদিকে এই ঘটনার কথা জানতে পেরেই আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief Minister) নীতীশ কুমার (Nitish Kumar)। মৃতদের পরিবারকে যাতে সর্বশক্তিমান ঈশ্বর এই অবস্থা থেকে কাটিয়ে ওঠার শক্তি দেন তারজন্যও প্রার্থনা করেন। পাশাপাশি জখমদের যেন ভালো করে চিকিৎসা করা হয় তা দেখার দায়িত্ব দেন সরকারি আধিকারিকদের।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)