Janhvi Kapoor : মালদ্বীপে মোহময়ী জাহ্নবী, ভাইরাল নায়িকার ছবি

মালদ্বীপে জাহ্নবী

মুম্বই, ১২ এপ্রিল : মালদ্বীপে বেড়াতে গিয়েছেন জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor)। নিজের গার্লস গ্যাঙের সঙ্গেই এবার মালদ্বীপে বেড়াতে যান বলিউড অভিনেত্রী। সৈকত শহরে বেড়াতে গিয়েই সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেন (Sridevi) শ্রীদেবী-কন্যা। যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

দেখুন...

 

View this post on Instagram

 

  আরও পড়ুন  :  West Bengal Assembly Election 2021 : দীপ্সিতা, মীনাক্ষীকে নিয়ে ট্রোল, কড়া জবাব শ্রীলেখার

মালদ্বীপে (Maldives) জাহ্নবীকে সবুজ, হলুদ রঙের বিকিনিতে সেজে ছবি শেয়ার করতে দেখা যায়। কখনও বন্ধুদের সঙ্গে জলের পাশে বসে ছবি শেয়ার করতে দেখা যায় জাহ্নবীকে।  আবার কখনও নিজেই ক্যামেরার সামনে পোজ দেন 'ধড়ক' অভিনেত্রী।  জাহ্নবীকে ওই নয়া অবতারে দেখে খুশি হয়ে যান তাঁর অনুরাগীরা।

পাশাপাশি জাহ্নবী কাপুরকে এবার এক্কেবারে অন্যরূপে দেখে কার্যত অবাক হয়ে যায় বি টাউন।  ছুটি কাটিয়ে শহরে ফিরলে 'রুহি' অভিনেত্রী যে সবার চোখে অন্যরূপে ধরা দেবেন, তা বেশ স্পষ্ট।



@endif