Urvashi Rautela's Mother Trolled: ঋষভ পন্থ হাসপাতালে, ছবি পোস্ট করে ট্রোলড ঊর্বশী রাউতেলার মা

Rishabh Pant, Urvashi Rautela And Her Mother (Photo Credit: Instagram)

ঋষভ পন্থের (Rishabh Pant) দুর্ঘনার পর এবার ফের তোপের মুখে পড়লেন রাউতেলা পরিবার। ঋষভ পন্থ বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি। ঋষভ যে হাসপাতালে ভর্তি,  এবার সেখানকার ছবি পোস্ট করলেন ঊর্বশীর (Urvashi Rautela) মা মীরা রাউতেলা। মীরা (Meera Rautela) নিজের সোশ্যাল হ্যান্ডেলে হাসপাতালের ছবি শেয়ার করে লেখেন, 'সব ঠিক যাবে, চিন্তা করোনা না বাবা।' মীরা রাউতেলার ওই পোস্ট দেখে কটাক্ষ করেন নেটিজেনরা। ঊর্বশী এলং তাঁর মা দুজনেই 'নাটকবাজ' বলে কটাক্ষ করেন অনেকে। কেউ আবার বলেন, ঊর্বশীর মা পন্থকে হোয়াটস অ্যাপ করে বা ফোন করেও এসব বলতে পারতেন। সবকিছু মিলিয়ে ঋষভ পন্থের দুর্ঘটনার পর হাসপাতালের ছবি পোস্ট করে ফের কটাক্ষের মুখে বলিউড অভিনেত্রীর মা।

আরও পড়ুন: Urvashi Rautela On Rishabh Pant: পন্থের হাসপাতালের ছবি পোস্ট, চরম সমালোচনার মুখে ঊর্বশী রাউতেলা

 

View this post on Instagram