Elvish Yadav: রেভ পার্টিতে সাপের বিষ সরবারহ করতেন ছেলে, এলভিস যাদবের গ্রেফতারিতে কেঁদে ফেললেন ইউটিউবারের মা
রেভ পার্টিতে সাপের বিষ সরবারহ করতেন। সম্প্রতি এই অভিযোগে গ্রেফতার করা হয় এলভিস যাদবকে। এলভিসের গ্রেফতারির পর তাঁকে আদালতে তোলা হলে, জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
দিল্লি, ১৯ মার্চ: ছেলের গ্রেফতারির পর এবার ঝরঝর করে কেঁদে ফেললেন এলভিস যাদবের (Elvish Yadav) মা। সাপের বিষ সরবারহের অভিযোগে এলভিস যাদবকে গ্রেফতার করা হলে, এবার জনপ্রিয় ইউটিউবারের মা কেঁদে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় এলভিস যাদবের মায়ের কান্না প্রকাশ্যে আসতেই অনেকে আবেগপ্লুত হয়ে পড়েন। তবে মা যত কষ্টই পান না কেন, কেউ আইনের উর্দ্ধে নন বলে অনেকে মন্তব্য করেন।
আরও পড়ুন: Elvish Yadav: রেভ পার্টিতে সাপের বিষ সরবারহ করতেন এলভিস যাদব, স্বীকারোক্তি ইউটিউবারের: সূত্র
দেখুন ভিডিয়ো...
রেভ পার্টিতে সাপের বিষ সরবারহ করতেন। সম্প্রতি এই অভিযোগে গ্রেফতার করা হয় এলভিস যাদবকে। এলভিসের গ্রেফতারির পর তাঁকে আদালতে তোলা হলে, জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। জেরায় এলভিস স্বীকার করেন, তিনি রেভ পার্টিতে নেশার বস্তু হিসেবে সাপের বিষ সরবারহ করতেন।
এলভিসের ওই স্বীকারোক্তির পর থেকেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।