Shah Rukh Khan: ইরফানের ছোট্ট ছেলের নাচে আপ্লুত শহারুখ লিখলেন 'ছোটা পাঠান'

SRK Reacts On Irfan Pathan's Son Dance (Photo Credit: Twitter)

পাঠানের (Pathaan) ধুন ছেলেকে নাচতে দেখে খুশিতে উচ্ছ্বল হয়ে উঠলেন ইরফান পাঠান (Irfan Pathan)। খুদের ভিডিয়ো শেয়ার করে ইরফান লেখেন, 'খান সাহাব আপনার ভক্তদের তালিকায় আরও একজনের নাম যোগ করে নিন।' ইরফান পাঠানের ট্য়ুইট দেখে পালটা উত্তর দেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি লেখেন, ইরফানের চেয়ে ওঁর ছেলে বেশি মেধাবি। এরপর খুদেকে ছোটা পাঠান বলেও তকমা দেন শাহরুখ। ইরফান পাঠান এবং শাহরুখ খানের সেই ট্যুইট পালটা রিট্যুইট ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।