Lata Mangeshkar: ২৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

২৮ দিন হাসাপাতালে কাটানোর পর বাড়ি ফিরলেন সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। নিজের সুস্থ থাকার খবর নিজেই টুইট (Tweet) করে জানালেন লতা মঙ্গেশকর। টুইটে তিনি লেখেন, "গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। আমি নিউমোনিয়াতে (pneumonia) আক্রান্ত হয়েছিলাম। চিকিৎসকরা জানিয়েছিলেন আমাকে হাসপাতালে থাকতে হবে। আজ মা এবং বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এসেছি এবং আমার শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার গভীর কৃতজ্ঞতা রয়েছে। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনা কাজ করেছে এবং আমি বিনীতভাবে আপনাদের প্রত্যেককে প্রণাম জানাচ্ছি।"

লতা মঙ্গেশকর (Photo Credit: Twitter)

মুম্বই, ৮ ডিসেম্বর: ২৮ দিন হাসাপাতালে কাটানোর পর বাড়ি ফিরলেন সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। নিজের সুস্থ থাকার খবর নিজেই টুইট (Tweet) করে জানালেন লতা মঙ্গেশকর। টুইটে তিনি লেখেন, "গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। আমি নিউমোনিয়াতে (pneumonia) আক্রান্ত হয়েছিলাম। চিকিৎসকরা জানিয়েছিলেন আমাকে হাসপাতালে থাকতে হবে। আজ মা এবং বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এসেছি এবং আমার শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার গভীর কৃতজ্ঞতা রয়েছে। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনা কাজ করেছে এবং আমি বিনীতভাবে আপনাদের প্রত্যেককে প্রণাম জানাচ্ছি।"

তিনি লেখেন, "ব্রিচ ক্যান্ডিতে আমার চিকিৎসকরা আমার অভিভাবক দেবদূত ছিলেন এবং আমি তাঁদের প্রত্যেকের প্রতি চির কৃতজ্ঞ। নার্সিং কর্মীদেরও ধন্যবাদ। আপনাদের অন্তহীন ভালোবাসা এবং আশীর্বাদ মূল্যবান। আবারও ধন্যবাদ।" আরও পড়ুন: Rajesh Shukla: ১১ জনকে প্রাণে বাঁচিয়ে 'রিয়েল হিরো' দমকল কর্মী রাজেশ শুক্লা, কুর্নিশ জানাচ্ছে দেশ

গত ১১ নভেম্বর হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ৷ টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার বাড়িতে ফেরেন লতা মঙ্গেশকর ৷