Durga Puja 2023: মুম্বইয়ে ‘মুখার্জি’ বাড়ির পুজো, মা দুর্গার দর্শনে কাজল, ক্যাটরিনা, সোনমরা
কেউ শাড়ি তো আবার কেউ সালোয়ার। বাঙালি পোশাকের মেলায় বলি তারকাদের দুর্গা দর্শন, দুর্গা পুজোয় অংশগ্রহণ ‘মুখার্জি’ বাড়ির পুজোকে এক অন্য মাত্রা দিয়েছে।
মুম্বই, ২৪ অক্টোবরঃ দুর্গা পুজোর আনন্দ কেবল কলকাতাবাসীই নয়, বরং মুম্বইবাসী বাঙালি তারকারাও জমিয়ে উপভোগ করেন। আর মুম্বইয়ে তারকাদের দুর্গা পুজো মানেই প্রথমে মাথায় আসে ‘মুখার্জি’ বাড়ির পুজোর কথা। প্রতিবারের মত এইবারেও ‘মুখার্জি’ বাড়িতে অতি জাঁকজমক করে দুর্গা পুজোর আয়োজন করা হয়েছিল। কাজল, ক্যাটরিনা, সোনম কাপুর, অনীল কাপুর, জয়া বচ্চন, ভাগ্যশ্রী সহ একঝাঁক বলিউড তারকার দর্শন মিলেছে পুজো মণ্ডপে।
কেউ শাড়ি তো আবার কেউ সালোয়ার। বাঙালি পোশাকের মেলায় বলি তারকাদের দুর্গা দর্শন, দুর্গা পুজোয় অংশগ্রহণ ‘মুখার্জি’ বাড়ির পুজোকে এক অন্য মাত্রা দিয়েছে।