Aishwarya Rai Bachchan, Aaradhya Video: আরাধ্যার হাত ধরে বিমানবন্দরে ঐশ্বর্য, মা-মেয়েকে দেখে ভেসে এল কটাক্ষ
ফের বিমানবন্দরে একসঙ্গে ধরা পড়লেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan ) এবং আরাধ্যা (Aaradhya Bachchan)। ঐশ্বর্যর সঙ্গে আরাধ্যাকে যখন বিমানবন্দরে দেখা যায়, তখন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। মায়ের হাত ধরে ক্যামেরার সামনে উচ্ছ্বল আরাধ্যাকে দেখে যেমন অনেকে ভালবাসা জানান, তেমনি তাঁদের কটাক্ষও করেন অনেকে। আরাধ্যা কি নিজে হাঁটতে পারে না বলে কেউ কটাক্ষ করেন। কেউ আবার ঐশ্বর্য কেন সব সময় মেয়েকে সঙ্গে নিয়ে এভাবে হাঁটেন বলেও প্রশ্ন তোলেন অনেকে। তবে সমালোচকরা যা-ই বলুন না কেন, ঐশ্বর্য যে কোনও কিছুতেই কান দেননি।
View this post on Instagram