Uber: উবার অ্যাপে এবার দেখা যাবে মেট্রোর রুট; দিল্লি মেট্রোর সঙ্গে গাঁটছড়া বেঁধে চালু হতে চলেছে নতুন গণ পরিবহন পরিষেবা
উবার অ্যাপ (Uber) খুললেই এবার ভেসে উঠবে মেট্রোর রুট (Metro Route)। চালু হতে চলেছে নতুন গণ পরিবহন পরিষেবা (Public Transport Service)। দিল্লি মেট্রোর (Delhi Metro) সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নতুন পরিষেবা চালু করতে চলেছে বহুজাতিক এই রাইড শেয়ারিং সংস্থাটি (Multinational Ridesharing Company)। তবে এই পরিষেবা এখন চালু হবে শুধুমাত্র রাজধানী শহর দিল্লিতেই। আজ মঙ্গলবার থেকেই চালু হচ্ছে এই পরিষেবা (Service)।
নতুন দিল্লি, ২২ অক্টোবর: উবার অ্যাপ (Uber) খুললেই এবার ভেসে উঠবে মেট্রোর রুট (Metro Route)। চালু হতে চলেছে নতুন গণ পরিবহন পরিষেবা (Public Transport Service)। দিল্লি মেট্রোর (Delhi Metro) সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নতুন পরিষেবা চালু করতে চলেছে বহুজাতিক এই রাইড শেয়ারিং সংস্থাটি (Multinational Ridesharing Company)। তবে এই পরিষেবা এখন চালু হবে শুধুমাত্র রাজধানী শহর দিল্লিতেই। আজ মঙ্গলবার থেকেই চালু হচ্ছে এই পরিষেবা (Service)।
নতুন পরিষেবাটির জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর (Delhi Metro Corporation) সঙ্গে এক চুক্তি করেছে উবার। যে চুক্তি অনুযায়ী পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত দিক নির্ণয় করা যাবে। দিল্লির উবার ব্যবহারকারীরা উবার অ্যাপ খুললেই এই অপশনটি দেখতে পারবেন। ব্যবহারকারীরা এই অপশনটিতে ক্লিক করলেই যে শহরের জন্য আপনি সার্চ করছেন সেই শহরে মেট্রো (Metro) কিংবা বাস (Bus) ব্যবহারের জন্য সেরা তিনটি রুট ভেসে উঠবে। অর্থাৎ এক অ্যাপ কি তিন কামাল। উবার অ্যাপেই এবার আপনি পেয়ে যাবেন মেট্রো থেকে বাসের রুটের সমাধান। নতুন করে আর কোন বিকল্প উপায় অবলম্বন করতে হবে না আপনাকে। আরও পড়ুন: এবার 'ওলা' বুক করে নিজেই চালিয়ে পৌঁছতে পারবেন গন্তব্যে; এল সেলফ ড্রাইভ কার রেন্টাল সার্ভিস ‘ওলা ড্রাইভ’
এর আগে পৃথিবীর (World) ৯ টি শহরে এমন পরিষেবা চালু করছে সান ফ্রান্সিসকো (Sun Francisco) ভিত্তিক এই রাইড শেয়ারিং সংস্থাটি। তবে এশিয়ার (Asia) মধ্যে দিল্লিই হল প্রথম শহর যেখানে এই পরিষেবা চালু করল উবার। উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খসরোশাহী (Dara Khosrowshahi) এই প্রসঙ্গে জানিয়েছেন, "আমরা আপনার দৈনন্দিন জীবনের অপারেটিং সিস্টেম হতে চাই।" "আমরা আপনার ফোনটিকে গাড়িতে বদলে দিতে চাই।"