Technology That Convert Conventional Car Into Electric Vehicle: এই প্রযুক্তি ব্যবহার করলে নিমেষেই সাধারণ গাড়ি হয়ে যাবে বৈদ্যুতিক গাড়ি
গল্প নয় সত্যি। সম্প্রতি এমনই এক প্রযুক্তি (Technology) আবিষ্কৃত হয়েছে যা ব্যবহার করলে আপনার সাধারণ গাড়িটিও (Car) হয়ে যেতে পারে বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle)। এই প্রযুক্তির উদ্ভাবক সংস্থা ভারত মোবি (Bharat Mobi)। গত বৃহস্পতিবার এই প্রযুক্তি সামনে এনেছেন তারা। তবে অন্য কিছু নয়, ক্রমাগত বেড়ে চলা দূষণ (Pollution) এবং জলবায়ু পরিবর্তন (Climate Change) নিয়ন্ত্রণের জন্যই ইভি রিট্রোফিটিং (EV Retrofitting) উদ্ভাবন করেছেন তারা বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
নতুন দিল্লি, ১৮ নভেম্বর: গল্প নয় সত্যি। সম্প্রতি এমনই এক প্রযুক্তি (Technology) আবিষ্কৃত হয়েছে যা ব্যবহার করলে আপনার সাধারণ গাড়িটিও (Car) হয়ে যেতে পারে বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle)। এই প্রযুক্তির উদ্ভাবক সংস্থা ভারত মোবি (Bharat Mobi)। গত বৃহস্পতিবার এই প্রযুক্তি সামনে এনেছেন তারা। তবে অন্য কিছু নয়, ক্রমাগত বেড়ে চলা দূষণ (Pollution) এবং জলবায়ু পরিবর্তন (Climate Change) নিয়ন্ত্রণের জন্যই ইভি রিট্রোফিটিং (EV Retrofitting) উদ্ভাবন করেছেন তারা বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি সরকারের (Delhi Government) সঙ্গে এবিষয়ে আলোচনা চলছে। সরকারের সাহচর্যেই তারা এই প্রযুক্তি বাজারে আনতে চান। বিইআর ইন সংবাদপত্রের খবর অনুযায়ী, সংস্থার সহ প্রতিষ্ঠাতা আকবর বৈগ এই প্রসঙ্গে জানিয়েছেন, তারা দিল্লির বায়ু দূষণের সমাধান হিসাবেই ইভি রিট্রোফিটিং তৈরি করছেন। বৈগ আরও বলেছেন, “আমরা প্রচলিত পেট্রোল-ডিজেল চালিত গাড়িগুলিকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করে দূষণ সংস্থার সমাধান করতে পারি। আমরা হ্যাচব্যাক এবং সেডান রূপান্তরিত করেছি। যা আমাদের গ্রাহকদের কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য। আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত।" আরও পড়ুন: Mumbai, Kolkata Is Worst City To Drive: গাড়ি চালানোর জন্য বিশ্বের সবচেয়ে খারাপ শহর মুম্বই ও কলকাতা
বৈগ সংবাদ সংস্থা আইএএনএসকে (IANS) জানিয়েছেন, সংস্থাটি ইতিমধ্যেই এমন প্রায় ২৫টি গাড়ি রূপান্তর করে ফেলেছে।