Microsoft Invest $200 mn To Ola: ওলার পিছনে ২০ কোটি টাকা ঢালতে চলেছে মাইক্রোসফট!

খুশির খবর। এবার 'ওলা'র (Ola) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট (Microsoft)! ওলার পিছনে ২০ কোটি টাকা ঢালতে চলেছে তারা। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে জানা গিয়েছে এমনটাই তথ্য। গতকাল মঙ্গলবারই এই তথ্য প্রকাশ্যে এনেছে তারা। জানা গিয়েছে এই চুক্তি অনুযায়ী, এএনআই টেকনোলজিস (ANI Technologies Pvt. Ltd)-এর ৪.৫ শতাংশ বহন করবে মাইক্রোসফট।

ওলার পিছনে ২০ কোটি টাকা ঢালতে চলেছে মাইক্রোসফট (প্রতীকী ছবি: Pixabay)

বেঙ্গালুরু, ৩০ অক্টোবর: খুশির খবর। এবার 'ওলা'র (Ola) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট (Microsoft)! ওলার পিছনে ২০ কোটি টাকা ঢালতে চলেছে তারা। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে জানা গিয়েছে এমনটাই তথ্য। গতকাল মঙ্গলবারই এই তথ্য প্রকাশ্যে এনেছে তারা। জানা গিয়েছে এই চুক্তি অনুযায়ী, এএনআই টেকনোলজিস (ANI Technologies Pvt. Ltd)-এর ৪.৫ শতাংশ বহন করবে মাইক্রোসফট।

তবে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে ২ বছর আগেই। জানা গিয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হল- বিশেষ সেন্সরের মাধ্যমে 'ওলা'র গাড়িগুলিকে সংযোগ করা যাবে ইন্টারনেটের (Internet) মাধ্যমে। এই তথ্য জমা থাকবে মেঘের মধ্যে। সেই সঙ্গেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে গাড়ির লোকেশন (Location) শুধু নয় দেখা যাবে গাড়িতে থাকা ইঞ্জিনের অবস্থা, দেখা যাবে গাড়ির বীমার নথিপত্র ঠিকমত আছে কিনা। প্রকল্পটির মাধ্যমে সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার সমাধান সূত্রও খুঁজে পাওয়া যাবে। মাইক্রোসফ্টের এক মুখপাত্র এই প্রসঙ্গে বলেছেন, "এই অগ্রগতির বিষয়ে নতুন করে বলবার মত কিছু নেই।" তিনি এও জানিয়েছেন, প্রযুক্তিটি ওলা ইলেকট্রিকের ক্ষেত্রেও সরাসরি প্রভাব ফেলবে। আরও পড়ুন: Uber Bus: এবার চোখের পলকেই পৌঁছে যাবেন বাড়ি; শীঘ্রই চালু হচ্ছে 'উবার বাস' পরিষেবা

অংশীদারিত্বের অংশ হিসাবে মাইক্রোসফট 'ওলা'তে ডিফল্ট ক্লাউড পরিষেবা সরবরাহ করবে। রাইড-হাইলিং সংস্থার ইন-ক্যাব ভিডিও স্ট্রিমিং পরিষেবাও থাকবে। উল্লেখ্য, কিছুদিন আগেই 'ওলা' ঘোষণা করেছে- সেলফ ড্রাইভ কার রেন্টাল সার্ভিস ‘ওলা ড্রাইভ’ (Ola Drive) নিয়ে আসতে চলেছে তারা। এতদিন পর্যন্ত পরীক্ষামূলকভাবে শুধুমাত্র বেঙ্গালুরুতেই (Bengaluru) ‘সেলফ ড্রাইভ কার সার্ভিস’ চালাচ্ছিল ওলা। লক্ষ্য ছিল বেঙ্গালুরুতে এই প্রকল্প সফল হলে তা ক্রমশ ছড়িয়ে দেওয়া হবে ভারতের অন্যন্য মেট্রো শহরগুলিতে। সেইমত সেলফ ড্রাইভ কার শেয়ারিং সার্ভিস প্ল্যাটফর্ম ‘ওলা ড্রাইভ’ লঞ্চ করল ‘ওলা।'

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now