Zelenskyy visits UK meets PM Rishi Sunakmeets PM Rishi Sunak ; বৃটেন সফরে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি
যুদ্ধের মাঝপথেই এবার ব্রিটেনে ঝটিকা সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
যুদ্ধের মাঝপথেই এবার ব্রিটেনে ঝটিকা সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দেখা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে। ব্রিটেনের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার পাশাপসি প্রিন্স তৃতীয় চালস্ এর সঙ্গেও আলোচনা সারেন তিনি। জেলেনস্কি জানান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তাদের অনেক অস্ত্রের প্রয়োজন। ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন রয়েছে। কেননা প্রতিনিয়ত ইউক্রেনকে ইরানিয়ান ড্রোন, ব্যা লেস্টিক মিসাইল সহ নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে জেলেনস্কি খুশি যে বৃটেন তার আবেদনে সাড়া দিয়েছে এবং তিনি বিশ্বের অন্যান্য দেশকেও তাদের কতা শোনার এবং পাশে থাকার আবেদন জানান তিনি। তবে বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের দাবি এই মূহূর্তে ইউক্রেনকে যা সাহায্য করার সবই তারা করতে প্রস্তু। ইতিমধ্যেই তারা চ্যালেঞ্জার ট্যাঙ্ক ইউক্রেনে পাঠানোর চেষ্টায় রয়েছে। বেশ কিছুদিনের মধ্যেই তা ইউক্রেন পৌছে যাবে বলে জানান তিনি। তবে বিমান সহ আরও অত্যাধুনিক সরঞ্জাম পাঠানোর আগে সেগুলি সম্পর্কে পাইলটদের ট্রেনিং দেওয়ার কথা জানান তিনি।
বৃটিশ পার্লামেন্টেও নিজের বক্তব্য রাখেন জেলেনস্কি এবং তিনি জানান ' আমরা জানি স্বাধীনতা জিতবে, আমরা জানি রাশিয়া হারবে, আমরা জানি জয় গোটা বিশ্বকে বদলে দেবে, এবং এই পরিবর্তনটাই দরকার যেটা পৃথিবীর বহু দিন ধরে প্রয়োজন ছিল।পার্লামেন্টে স্পিকার অফ দ্য হাউস অফ কমনসে তিনি একটি ইউক্রেনিয়ান এয়ার ফোর্সের হেলমেটও প্রদান করেন। যেখানে লেখা ছিল, আমাদের স্বাধীনতা আছে এবং তা রক্ষা করার জন্য আমাদের ডানা দিন।