Satya Nadella's Son Died: সত্য নাদেলার ছেলের মৃত্যু, ২৬-এই ঝরে গেল মাইক্রোসফ্টের সিইও পুত্র জেইনের তরতাজা প্রাণ

মাইক্রোসফ্টের তরফে ইমেল করে কর্মীদের জেইন নাদেলার মৃত্যুর খবর জানানো হয়। যা নিয়ে জোর তোলপাড় শুরু হয়ে যায়। এই মুহূর্তে নাদেলার পরিবারকে যাতে একান্তে থাকতে দেওয়া হয়, সেই আবেদন করা হয় মাইক্রোসফ্টের সিইও-র পরিবারের তরফে।

Satya Nadella (Photo Credit: Twitter)

দিল্লি, ১ মার্চ:  মাইক্রোসফ্টের (Microsoft) সিইও সত্য নাদেলার (Satya Nadella) ছেলের মৃত্যু। মাত্র ২৬-এই মৃত্যু হয় মাইক্রোসফ্টের সিইও পুত্র জেইন নাদেলার। মাইক্রোসফ্টের তরফে ইমেল করে কর্মীদের জেইন নাদেলার মৃত্যুর খবর জানানো হয়। যা নিয়ে জোর তোলপাড় শুরু হয়ে যায়।

মিউজিকের প্রতি ভালবাসা জেইনকে (Zian Nadella)  চিরকাল সবার মনে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে। সেই সঙ্গে জেইনের প্রাণোচ্ছ্বল ছবিও সারা জীবন প্রত্যেকের মনে আঁকা থাকবে বলে জানানো হয় মাইক্রোসফ্টের এক বার্তায়।

 

আরও পড়ুন:   Russia-Ukraine War: বাজছে বিপদঘণ্টি, কিভ ছাড়ুন শিগগিরই, ইউক্রেনের নাগরিকদের সতর্ক করল রাশিয়া

মঙ্গলবার সকালে আচমকাই জেইন নাদেলার ছেলের মৃত্যুর খবর পাওয়া যায়। কীভাবে মাইক্রেসফ্ট পুত্রের (Satya Nadella's Son) মৃত্যু হল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে নাদেলা পরিবারকে যাতে এই সময় একা থাকতে দেওয়া হয়, সেই আবেদন জানানো হয়েছে।



@endif