Yemen New Prime Minister : ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আহমদ আওয়াদ বিন মুবারক

পূর্বতন প্রধানমন্ত্রী মইন আব্দুল মালিক সইদের স্থলভাষিক্ত হয়েছেন তিনি

Photo ANI

ইয়েমেনের (Yemen) নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আহমদ আওয়াদ বিন মুবারক। তিনি ইয়েমেন বিদেশমন্ত্রীর পদ সামলাচ্ছিলেন। বর্তমানে হাউতিদের লোহিত সাগরে অভিযানের জেরে মার্কিন এবং বৃটেনের কাছে হামলার শিকার হতে হচ্ছে ইয়েমেনকে।

মইন আব্দুল মালিক সইদের স্থলভাষিক্ত হয়েছেন তিনি। যদিও কেনো তাকে পরিবর্তন করা হল সে বিষয়ে কোন তথ্য এখনও পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েমেনর দূত হিসেবে এর আগে নিযুক্ত ছিলেন তিনি। হাউতিদের চরমতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই  আহমদ আওয়াদ বিন মুবারক (Ahmed Awad Bin Mubarak)।

২০১৮ সালে ইয়েমেনের পক্ষ থেকে রাষ্ট্রসঙ্ঘে প্রতিনিধি হিসেবে  যোগ দিয়েছিলেন বিন মুবারক।

সম্প্রতি হাউতিদের পক্ষ থেকে লোহিত সাগরে হামলা চালানো হয়। গাজায় ইজরায়েলের অত্যাচার বন্ধের দাবিতে লোহিত সাগরে জাহাজগুলিতে অবরোধ করে তারা। ক্ষেপনাস্ত্র হামলাও চালানো হয়।

এরই পাল্টা হিসেবে মার্কিন ও বৃটিশের পক্ষ থেকে পাল্টা হাউতিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকবার পাল্টা হামলা চালিয়েছে মার্কিন ও বৃটেন জুটি।যে কারণে যুদ্ধের আবহাওয়া ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য অংশগুলিতে।