IPL Auction 2025 Live

Global COVID-19 Caseload: বিশ্বব্যাপি করোনায় মৃত্যু সাড়ে ৩৩ লক্ষ ছাড়াল,কবে থামবে মৃত্যু মিছিল!

মৃত্যু মিছিল থামছেই না। ইউরোপের বেশ কিছু দেশে করোনার (Corona Virus) প্রকোপ কমলেও, ভারত, ব্রাজিলের মত দেশে করোনার দ্বিতীয় ঢেউ এত জোরে আছড়ে পড়েছে যে বিশ্বব্যাপি করোনায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে।

করোনাভাইরাস(Photo Credits: IANS)

মৃত্যু মিছিল থামছেই না। ইউরোপের বেশ কিছু দেশে করোনা ভাইরাসের (Corona Virus) প্রকোপ কমলেও, ভারত, ব্রাজিলের মত দেশে করোনার দ্বিতীয় ঢেউ এত জোরে আছড়ে পড়েছে যে বিশ্বব্যাপি করোনায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে। জন হপকিন্স ইউনিভার্সিটি (Johns Hopkins University) রবিবার বিশ্বব্যাপি করোনা নিয়ে যে তথ্য ও পরিসংখ্যান তুলে ধরল তাতে দেখা যাচ্ছে কোভিডে দুনিয়ায় মৃত্যুর সংখ্যা ৩৩ লক্ষ ৬৪ হাজার ছাড়িয়ে গেল। আর দুনিয়া জুড়ে করোনা সংক্রমণের সংখ্যা ১৬ কোটি ২১ লক্ষ ৯৮ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন: Coronavirus Cases in India: দেশে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, চিন্তায় রাখল মৃত্যু সংখ্যা

এখনও সংখ্যার বিচারে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র। জো বাইডেনের দেশে কোভিডে আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ছাড়িয়েছে, আর মৃত্যু ছাড়িয়েছে ৫ লক্ষ ৮৫ হাজার। আমেরিকার পর করোনা দুনিয়ায় ক্ষতিগ্রস্থের তালিকায় দু নম্বরে আছে ভারত। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ছাড়িয়েছে। আমেরিকা, ভারতের পর আছে ব্রাজিল (১৫,৫৮৬,৫৩৪), ফ্রান্স (৫৯,২৫,০৭১), তুর্কি (৫১,০৬,৮৬২), রাশিয়া, গ্রেট ব্রিটেন, ইতালি, জার্মানি, আর্জেন্টিনা ও কলম্বিয়া। প্রথম এগারোটি এশিয়ার একমাত্র দেশ ভারত। ইউরোপের দেশই বেশি, তিনটি লাতিন আমেরিকার দেশও আছে।

মৃত্যু সংখ্যায় আমরিকার ঠিক পরেই ব্রাজিল (৪ লক্ষ ৩৪ হাজার)। তারপরই ভারত (২ লক্ষ ৬৬ হাজার)।