Benjamin Netanyahu: ‘অধিকারের নিরিখে মহিলারা পশুর শামিল’, কী বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী?

দেশের সংসদে বিতর্কিত মন্তব্য করে একেবারে সংবাদ শিরোনামে চলে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তিনি বললেন, “অধিকারের নিরিখে মহিলারা পশুর শামিল।” এমন বিতর্কিত মন্তব্য করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। মহিলাদের বিরুদ্ধে হিংসা দূরীকরণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এমন মন্তব্য করেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন “মহিলারা কোনও পশু নন যে সুযোগ পেলেই তাঁদের উপরে অত্যাচার চালানো হবে। এবং আমরা বলছি পশুদের উপরেও কোনওরকম অত্যাচার চলবে না। আমরা বুঝি যে পশুদেরও আবেগ, ব্যথা, দুঃখ, বেদনা, অনুভূতি, বুদ্ধি, বিবেচনা সবই রয়েছে।

বেঞ্জামিন নেতা নিয়াহু (Photo Credits: ANI)

ইজরায়েল, ২৫ নভেম্বর: দেশের সংসদে বিতর্কিত মন্তব্য করে একেবারে সংবাদ শিরোনামে চলে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তিনি বললেন, “অধিকারের নিরিখে মহিলারা পশুর শামিল।” এমন বিতর্কিত মন্তব্য করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। মহিলাদের বিরুদ্ধে হিংসা দূরীকরণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এমন মন্তব্য করেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন “মহিলারা কোনও পশু নন যে সুযোগ পেলেই তাঁদের উপরে অত্যাচার চালানো হবে। এবং আমরা বলছি পশুদের উপরেও কোনওরকম অত্যাচার চলবে না। আমরা বুঝি যে পশুদেরও আবেগ, ব্যথা, দুঃখ, বেদনা, অনুভূতি, বুদ্ধি, বিবেচনা সবই রয়েছে। পশুদের প্রতি আমাদের সমবেদনাও রয়েছে। অধিকারের নিরিখে মহিলা শিশু সবই প্রাণী অর্থাৎ পশুর শামিল।” আরও পড়ুন-Coronavirus Cases In India: বুধবার দেশের কোভিড রোগীর সংখ্যা ছাড়ালো ৯২.২২ লাখ, প্রতিষেধক নিয়ে বিজ্ঞানেই ভরসা রাখছেন নরেন্দ্র মোদি

বিষয়টি নিয়ে দেশের গন্ডী ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনা শুরু হতেই আসরে নামেন বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারি আধিকারিকরা। ড্যামেজ কন্ট্রোলে নেমে তাঁদের সাফাই,কনটেক্সটের বাইরে গিয়ে মন্তব্য করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। মহিলা ও পশুদের মধ্যে ইচ্ছে করে তুলনা তিনি টানেননি। বরং পশুরাও যে অত্যাচারিত হয় তা বোঝাতে উদাহরণ টেনেছেন। এদিন একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে মহিলাদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। মহিলাদের অধিকার রক্ষায় মুখ খুলেছেন। শুধু উদাহরণ স্বরূপ তাঁর মন্তব্যে একটি ছোট্ট অংশে পশুদের উপরে হওয়া অত্যাচার প্রসঙ্গটি এসেছে। তবে মহিলাদের সঙ্গে তুলনা টানার কোনও ইচ্ছে তাঁর ছিল না। জেরুজালেম পোস্টে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে এই বিবৃতি দেওয়া হয়েছে।

 



@endif