Protest In Iran (Photo Credit: ANI/Twitter)

তেহরান, ২৬ সেপ্টেম্বর: মাহশা আমিনির (Mahsa Amini) মত্যুর পর থেকে উত্তাল ইরান (Iran)। মাহশার মৃত্যুর পর গোটা ইরান জুড়ে প্রতিবাদে নেমেছেন মহিলারা। কেউ হিজাব পুড়িয়ে প্রতিবাদ করছেন, কেউ আবার নিরাপত্তা রক্ষীদের কবজায় পড়েও, চিৎকার করে মাহশার মৃত্যুর প্রতিবাদ করছেন। সবকিছু মিলিয়ে মাহশা আমিনির মৃত্যুর পর থেকে প্রতিবাদ, বিক্ষোভে নেমেছেন ইরানের বহু মানুষ।

মাহশার মৃত্যুর পর যে মুখগুলি সবচেয়ে বেশি প্রকাশ পায়, তার মধ্যে অন্যতম হাদিস নাদাফি। বছর ২২-এর হাদিস ইরানের রাস্তায় নেমে মাহশার মৃত্যুর প্রতিবাদ করেন জোর কদমে। হাদিসের প্রতিবাদের জেরে যখন ইরানের রাস্তায় আগুন জ্বলতে শুরু করে, সেই সময় ২২ বছরের তরুণীকেও মৃত্যুর মুখে পড়তে হয়। ইরানি নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় হাদিস নাদাফির। হাদিসের মৃত্যুর পর তাঁর কবর দেখে কান্নায় ভেঙে পড়তে শুরু করেছেন বহু মানুষ।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের সঙ্গে আর যুদ্ধ নয়, পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে জ্বলছে রাশিয়া, দেখুন

সম্প্রতি মাহশা আমিনি নামে এক তরুণীকে আটক করে ইরানের পুলিশ। মাহসার মাথায় কেন হিজাব নেই, সেই প্রশ্ন তুলে তাঁকে আটক করা হয়। পুলিশ হেফাজতে থাকাকালীন রহস্যজনকভাবে মৃত্যু হয় মাহশার। তাঁর মৃত্যুর পর থেকে উত্তাল হয়ে উঠতে শুরু করে ইরান। যা নিয়ে প্রায় গোটা বিশ্বেও তোলপাড় শুরু হয়। হিজাব িবতর্কে ইরানের মহিলাদের পাশে রয়েছেন বলে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Ajit Doval: প্রযুক্তির কারণেই ইরানের মিসাইল হামলা রুখতে পেরেছিল ইজরায়েল! মন্তব্য অজিত ডোভালের

Ebrahim Raisi: বিমান দুর্ঘটনায় প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শোক অনুষ্ঠানে ইরানে যাচ্ছেন উপরাষ্ট্রপতি ধনখড়

Iran: কপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মহম্মদ মোখবার, ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

Joe Biden On Ebrahim Raisi: 'রাইসির হাতে বহু মানুষের রক্ত লেগে', মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্টকে আক্রমণ বাইডেনের

Iran President Ebrahim Raisi: ইজারায়েলের হামলা প্রতিরোধে সব সময় প্যালেস্তাইনের পাশে থেকেছে ইরান, রাইসির মৃত্যুতে শোক প্রকাশ হামাসের

Ebrahim Raisi: উড়ানের ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ঘটনার ঠিক আগে ইরান প্রেসিডেন্টের কপ্টারের অন্দরের ভিডিয়ো দেখুন

Iran President Ebrahim Raisi: সরকারিভাবে প্রেসিডেন্টের মৃত্যুর খবর ঘোষণা করল ইরান, ৬৩-তে শেষ রাইসির জীবন

Iran President Ebrahim Raisi: কপ্টার ভেঙে পড়ে ইরান প্রেসিডেন্টের মৃত্যু, সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর