US Presidential Election 2020 Results: প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

অ্যামরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2020) জয়ের ব্যাপারে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি সাংবাদিক সম্মেলনে সেকথা জানিয়েও দিলেন। তিনি বলেন, "লাখ লাখ মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছেন ... আপনাদের সবাইকে ধন্যবাদ।।" এরপরই তিনি বিরোধী দলের প্রতি তোপ দেগে বলেন, "একটা অত্যন্ত দুঃখী গোষ্ঠী রয়েছে যারা ওই গোষ্ঠীর লোকদের থামানোর চেষ্টা করছে।আমরা সব কিছু জিতে যাচ্ছিলাম এবং উদযাপন করতে চলেছিলাম, তবে হঠাৎ কিছু হয়েছে। তবে আমরা তাদের ছেড়ে দেব না।"

US Presidential Election 2020 Results: প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: ANI)

ওয়াশিংটন, ৪ নভেম্বর: অ্যামরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2020) জয়ের ব্যাপারে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি সাংবাদিক সম্মেলনে সেকথা জানিয়েও দিলেন। তিনি বলেন, "লাখ লাখ মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছেন ... আপনাদের সবাইকে ধন্যবাদ।।" এরপরই তিনি বিরোধী দলের প্রতি তোপ দেগে বলেন, "একটা অত্যন্ত দুঃখী গোষ্ঠী রয়েছে যারা ওই গোষ্ঠীর লোকদের থামানোর চেষ্টা করছে।আমরা সব কিছু জিতে যাচ্ছিলাম এবং উদযাপন করতে চলেছিলাম, তবে হঠাৎ কিছু হয়েছে। তবে আমরা তাদের ছেড়ে দেব না।"

ট্রাম্প বলেন, "আমরা ঠিক এমন একটি সুন্দর জিনিস উদযাপন করতে চলেছিলাম। দারুন ফলাফল হয়েছে। আমরা অবশ্যই জিতে যাব। রাজ্যগুলিতে আমরা এখনও অনেক এগিয়ে রয়েছি। গণনা চলছে, তারা কখনই আমাদের ধারেকাছে আসবে না। আমরা এখন তাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা বাকি প্রায় সমস্ত রাজ্য জিতেছি এবং তাও বিশাল ব্যবধানে। আমাদের সবগুলির প্রয়োজন নেই, তবে এখনও জিতে চলেছি।" আরও পড়ুন: Coronavirus Cases In India: বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪৩ লাখের গণ্ডী, দিল্লিতে শুরু থার্ড ওয়েভ

এরপরই প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তিনি বলেন, "এটি  অ্যামেরিকান জনগণের জন্য একটি জালিয়াতি ... আমরা নির্বাচনে জয়ের জন্য প্রস্তুত ছিলাম, খোলামেলাভাবে আমরা নির্বাচনে জয়ী হয়েছি। আমাদের লক্ষ্য এখন সততা নিশ্চিত করা ... আমরা মার্কিন সুপ্রিম কোর্টে যাব। আমরা চাই সমস্ত ভোটদান বন্ধ হোক। আমরা চাই না যে তারা ভোর ৪টের সময় কোনও ব্যালট খুঁজে তাদের তালিকায় যুক্ত করবে। আমরা ইতিমধ্যে জিতেছি।"

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Hamas To Return Bodies Of Children: মাত্র ১০ মাসের শিশুকেও ছাড়েনি হামাস, ছোট্ট প্রাণের নিষ্প্রাণ দেহ ইজরায়েলকে ফেরাবে প্যালেস্তিনীয় জঙ্গিরা

Kolkata FF Fatafat Today Result: অনলাইনে ফটাফট জেনে নিন কলকাতা ফটাফটের ফলাফল

Yogi Adityanath on Maha Kumbh 2025: 'সঙ্গমের জলে মলের ব্যাকটেরিয়া ভাসছে', মহাকুম্ভ নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে ৫৬ কোটি পূণ্য়ার্থীর আবেগ, বিশ্বাসে আঘাত করা হচ্ছে, বললেন যোগী

Kolkata FF Fatafat February 19 Result: অনলাইনে জেনে নিন কলকাতা ফটাফটের ফলাফল

Share Us