Kabul Blast: 'খুঁজে বের করে হিসেব বুঝে নেব' কাবুল বিস্ফোরণে জড়িত জঙ্গি গোষ্ঠীকে হুঁশিয়ারি জো বাইডেনের
কাবুল বিমানবন্দরের (Kabul Airport)) বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের (Suicide Bombing) ঘটনায় যুক্ত জঙ্গি সংগঠনকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডো বাইডেন (Joe Biden)। আত্মঘাতী বোমা হামলায় জড়িত অপরাধীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন, হামলা হলেও আফগানিস্তান থেকে হাজার হাজার সাধারণ নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরবে না।
ওয়াশিংটন, ২৭ অগাস্ট: কাবুল বিমানবন্দরের (Kabul Airport) বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের (Suicide Bombing) ঘটনায় যুক্ত জঙ্গি সংগঠনকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডো বাইডেন (Joe Biden)। আত্মঘাতী বোমা হামলায় জড়িত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন, হামলা হলেও আফগানিস্তান থেকে হাজার হাজার সাধারণ নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরবে না।
বাইডেন বলেন, "যারা এই হামলা চালিয়েছে এবং যারা আমেরিকার ক্ষতি চায় তার এটা জেনে রাখুক। আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। আমরা তাদের খুঁজে বের করে হিসেব বুঝে নেব।" হোয়াইট হাউস থেকে এক বিশেষ ভাষণে কাবুলে নিহত মার্কিন সেনাদের 'নায়ক' বলে প্রশংসা করেন বাইডেন। বলেন, কাবুল থেকে উদ্ধারকাজ ৩১ অগাস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যেই সেনারা যত বেশি সম্ভব মানুষকে সরিয়ে নিয়ে আসবে। আরও পড়ুন: Kabul Blast: পরপর ২ বার আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর, ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ কাবুল বিমানবন্দরের কাছে পর পর দু’টি আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ১২ জন আমেরিকান সেনা। জখম হয়েছেন দেড়শোরও বেশি। প্রথম বিস্ফোরণটি হয় বিমানবন্দরের অ্যাবি গেটের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় বিমানবন্দরের খুব কাছেই ব্যারন হোটেলের সামনে।
হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে আইএস-এর শাখা সংগঠন আইএসআইএস-খোরাসান (ISIS-Khorasan) (ISIS-K)। তবে তাদের সঙ্গে তালিবানের কোনও যোগ নেই বলেই মনে করছেন বাইডেন। তিনি বলেন, কাবুলে প্রাণঘাতী হামলা চালানোর জন্য তালিবানরা ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছিল এমন কোনও প্রমাণ আমি দেখেনি।