Joe Biden: যুদ্ধ শেষ করব প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে দাবি বাইডেনের

বাইডেন বলেন, গত ২০ বছর ধরে যুদ্ধের পর আফগানিস্তানে তাঁর সরকার আর কোনও সেনা পাঠাতে রাজি নয়৷ আমেরিকার পরবর্তী প্রজন্মকে কোনওভাবেই আর আফগানিস্তানে পাঠিয়ে তাঁদের জীবন সংশয়ের মধ্যে ঠেলে দিতে রাজি নন বলে জানান বাইডেন৷

Joe Biden (Photo Credit: Twitter)

ওয়াশিংটন, ১ সেপ্টেম্বর: দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে (Afghanistan) যুদ্ধ বিরতি ঘোষণা করে কাবুল (Kabul) ছাড়ে আমেরিকা৷ ৩১ অগাস্ট কাবুল বিমানবন্দর থেকে আমেরিকার শেষ বিমান ওড়ার পর এবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে হাজির মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন৷

বাইডেন (Joe Biden) বলেন, গত ২০ বছর ধরে যুদ্ধের পর আফগানিস্তানে তাঁর সরকার আর কোনও সেনা পাঠাতে রাজি নয়৷ আমেরিকার পরবর্তী প্রজন্মকে কোনওভাবেই আর আফগানিস্তানে পাঠিয়ে তাঁদের জীবন সংশয়ের মধ্যে ঠেলে দিতে রাজি নন বলে জানান বাইডেন৷

আরও পড়ুন: Taliban: তালিবানকে শুভেচ্ছা জানিয়ে কাশ্মীরকে 'আজাদের' ডাক আল কায়দার, উদ্বেগ ভারতের

মার্কিন রাষ্ট্রপতি আরও বলেন, তিনি যখন ক্ষমতায় আসেন, তখনই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, আমেরিকার আর কোনও প্রজন্মকে তিনি আফগানিস্তানে পাঠাবেন না৷ আমেরিকানদের কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ তিনি৷ আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে তিনি নিজের সেই প্রতিজ্ঞা রক্ষা করেছেন বলেও জানান জো বাইডেন৷

যুদ্ধ চালানো হলো, তার উপকার দেশের মানুষ কীভাবে পাবেন বলেও প্রশ্ন তোলেন বাইডেন৷ কয়েক বিলিয়ন ডলার খরচ করে আফগানিস্তানে সেনা পাঠিয়ে দেশকে কীভাবে সুরক্ষিত রাখা যায় বলে প্রশ্ন তোলেন মার্কিন রাষ্ট্রপতি (US President) ৷ সেই কারণে মার্কিন সেনা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করুক, তা চায়নি তাঁর সরকার৷ সেই কারণে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা রক্ষা করা হয় বলেও জানান জো বাইডেন৷ অর্থাৎ আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফেরানোর পর বাইডেনের সিদ্ধান্ত নিয়ে যে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়, জো এবার তার উত্তর দিলেন বলেই মনে করছে কূটনৈতিক মহল৷