
নয়াদিল্লিঃ ক্যানসারে (Cancer) আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। শরীরে বাসা বেঁধেছে প্রস্টেট ক্যানসার। শনিবারই হাতে এসেছে শারীরিক পরীক্ষার রিপোর্ট। জানা গিয়েছে, হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে ক্যানসার। ফলে এই বয়সে পুরোপুরি সেরে ওঠা কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বয়স ওঁ শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কীভাবে চিকিৎসা শুরু করা হবে বলে জানানো হয়েছে। বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, "জো বাইডেনের শারীরিক অসুস্থতার খবর পেয়ে আমি ও আমার স্ত্রী মেলানিয়া খুব দুঃখ পেয়েছি। বাইডেনের স্ত্রী ওঁ পরিবারকে আমাদের তরফ থেকে শুভকামনা। সেই সঙ্গেই বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছি।"
বাইডেনের শরীরে বাসা বাঁধল ক্যানসার, হাতে এল রিপোর্ট
বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস-ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "জো একজন যোদ্ধা। একজন লড়াকু ব্যক্তি। আমি জানি যে তিনি এই চ্যালেঞ্জের মুখোমুখি হতেঁ সক্ষম। আমরা তাঁর পূর্ণ এবং দ্রুত আরোগ্যের জন্য আশাবাদী।" উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও তাঁর শরীরে বাসা বেধেছিল ক্যানসার। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ব্যাসাল সেল সারকিনোমায় আক্রান্ত হন তিনি। যা চামড়ার এক ধরনের ক্যানসার। তার আগে ২০২১ সালে বাইডেনের কোলন থেকে প্রাক-ক্যান্সারের লক্ষণযুক্ত পলিঅ্যাপ পাওয়া গিয়েছিল। এরপর দীর্ঘদিন চিকিৎসার মধ্যে ছিলেন তিনি।
ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, দ্রুত আরোগ্য কামনা ট্রাম্পের
Former US President Biden diagnosed with "aggressive form" of prostate cancer
Read @ANI Story https://t.co/ZjJxeAhD1p#US #PresidentBiden #prostatecancer #Cancer pic.twitter.com/OHICdU8qUi
— ANI Digital (@ani_digital) May 18, 2025
বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করলেন ডোনাল্ড ট্রাম্প
US President Donald Trump posts on Truth Social: Melania and I are saddened to hear about Joe Biden’s recent medical diagnosis. We extend our warmest and best wishes to Jill and the family, and we wish Joe a fast and successful recovery. pic.twitter.com/tKGBkKyxzg
— ANI (@ANI) May 18, 2025