Liz Truss: সুনকের হাতে ব্রিটেনের দায়িত্ব লিজের, বিদায়ী ভাষণে পুতিনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ট্রাস

লিজ ট্রাস বলেন, ঋষি সুনক ব্রিটেনকে সঠিক পথে চালনা করবেন। ঋষি সুনক ব্রিটেনকে সংগঠিত এবং মজবুদ করতে যেমন যোগ্য প্রতিনিধিত্ব করবেন, তেমনি ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সে দেশের মানুষকে মস্কোর বিরুদ্ধ রুখে দাঁড়াতে সাহায্য করবেন বলেও আশা প্রকাশ করেন ব্রিটেনের বিদায়ি প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

Liz Truss (Photo Credit: ANI/Twitter)

ব্রিটেন, ২৫ অক্টোবর:  আগামী ২৮ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK PM) হিসেবে শপথ নেবেন ঋষি সুনক (Rishi Sunak)। ভারতীয় বংশোদ্ভুদ সুনকের হাতে ব্রিটেনের দায়িত্ব সপে সরছেন লিজ ট্রাস। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে লিজ ট্রাস জাতির উদ্দেশে ভাষণ দেন। লিজ ট্রাসের (Liz Truss) শেষ ভাষণেও উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ। ট্রাস বলেন, ইউক্রেনের উপর রাশিয়া যেভাবে হামলা চালাচ্ছে, তা রুখে দেওয়া উচিত। পুতিনের আগ্রাসন ঠেকাতে প্রত্যেকের ইউক্রেনের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন লিজ ট্রাস। পাশাপাশি তিনি এও বলেন, ঋষি সুনক ব্রিটেনকে সঠিক পথে চালনা করবেন। ঋষি সুনক ব্রিটেনকে সংগঠিত এবং মজবুদ করতে যেমন যোগ্য প্রতিনিধিত্ব করবেন, তেমনি ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সে দেশের মানুষকে মস্কোর বিরুদ্ধ রুখে দাঁড়াতে সাহায্য করবেন বলেও আশা প্রকাশ করেন ব্রিটেনের বিদায়ি প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

আরও পড়ুন:  Rishi Sunak: ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভুদ প্রধানমন্ত্রী ঋষি সুনককে শুভেচ্ছা আমুলের

প্রসঙ্গত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ৪৫ দিনের মাথায় ইস্তফা দেন লিজ ট্রাস। অর্থনৈতিক সংক্রান্ত সিদ্ধান্ত বিপাকে ফেলে লিজ ট্রাসকে। ফলে প্রধানমন্ত্রী হওয়ার কয়েক দিনের মধ্যে সেই পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ট্রাস।