Volodymyr Zelenskyy (Photo Credit: Twitter)

কিভ, ২৪ মার্চ: ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন নীতি চালাচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করুন। সমগ্র বিশ্ববাসীর কাছে এই আবেদন রাখলেন  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelenskyy)।  এই সম্প্রকিত একটি ভিডিও বার্তা ইউক্রেনের বিদেশ মন্ত্রক টুইট করেছে।  সেখানে জেলনস্কিকে বলতে শোনা যাচ্ছে, "রাশিয়া শুধু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে না।  রাশিয়া স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। সেকারণেই সকলের উদ্দেশ্যে বলছি, এই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ঠিক এক মাস আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে গোলা বর্ষণ শুরু করেছিল রাশিয়া।  ঠিক একমাসের ব্যবধানে আমরা একত্রিত হয়েছি, যাঁরা যুদ্ধ চাই না। " আরও পড়ুন-Abhishek Chatterjee Dies: প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ টলি পাড়া

জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরুর একমাস পূর্ণ হল আজ। এদিন থেকেই যুদ্দের বিরুদ্ধে বিশ্ব প্রতিবাদ শুরু হোক। অফিস, বাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে শান্তির জন্য পথে নামুন বিশ্ব জনতা। ইউক্রেনকে সমর্থনের জন্য প্রত্যেকের সঙ্গে থাকুক ইউক্রেনিয়ান প্রতীক। বলুন, মানুষের জীবন জরুরি, শান্তি জরুরি, স্বাধীনতা জরুরি, ইউক্রেন জরুরি।  বিশ্বের শহরগুলিতে শান্তিপ্রিয় জনতা যুদ্ধের বিরুদ্ধে একত্রিত হয়ে পথে নামুন।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Russia-Ukaraine Conflict: রাশিয়ার সঙ্গে সংঘাতের মাঝে ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরোর সামরিক সাহায্য দেওয়ার অঙ্গীকার স্পেনের

Visa Free Travel to Russia: এবার বিনা ভিসাতেই যাওয়া যাবে রাশিয়া, আলোচনায় ভারত সরকার

Putin In China: পুতিন- শি জিনপিং দু জনেই বৈঠকে কোটের ওপর টাই না পরলেন না, কিন্তু কেন

Loksabha Election 2024: স্বাতী মালিওয়ালকাণ্ডে বাড়ন্ত উত্তাপের মাঝে দেশে 'স্বৈরতন্ত্র' চলছে বলে তোপ কেজরিওয়ালের

Russia Asks British Diplomat to Leave: এক সপ্তাহে ব্রিটিশ কূটনীতিককে মস্কো ছাড়তে আদেশ রাশিয়ার

Russia-Ukraine War: পুতিনের শান্তির বার্তার মাঝেই ইউক্রেনের একাধিক শহরে হামলা রাশিয়ার? মিলছে মৃত্যুর খবর

Vladimir Putin and Xi Jinping Meeting: চিনের মধ্যস্থতায় ইতি ঘটতে পারে রাশিয়া-ইউক্রেনের সংঘাত! এমনটাই ইঙ্গিত পুতিনের

Vladimir Putin: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রাশিয়া? আলোচনা নিয়ে বড় কথা পুতিনের