Semeru Volcano: ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরি, দেখুন ভিডিয়ো
প্রায় প্রতি বছরই জেগে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এই আগ্নেয়গিরি। গত বছরের ৪ ডিসেম্বর ফের জেগে উঠেছিল সেমেরু আগ্নেয়গিরি। এর ফলে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৫১ জনের আর জখম হয়েছিলেন ১৬৯ জন।
জাকার্তা: রবিবার দুপুরে ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের (Indonesia's Java Island) সেমেরু আগ্নেয়গিরি (Semeru Volcano)। অগ্ন্যুৎপাতের ফলে দেড় কিলোমিটার পর্যন্ত উপরে উঠছে ছাই (Ash)। এরপরই জাভা দ্বীপের পাশে থাকা দুটি গ্রামের বাসিন্দা নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দূরে সরে গেছেন।
ইন্দোনেশিয়ার ভলক্যানো ডিজাস্টার মিটিগেশন (Volcano Disaster Mitigation) অফ দ্য সেন্টার ফর ভলক্যানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশনের (Center for Volcanology and Geological Hazard Mitigation) তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসনের তরফে থেকে জাভা দ্বীপের কাছে অবস্থিত সুপিত ইউরাঙ্গ গ্রাম (Supit Urang village) ও সুমবার উলহুয়া গ্রামের (Sumber Wuluh village) বাসিন্দাদের কম করে ১৩ কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে একটি লিখিত বিবৃতি জারি করেছেন ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি আব্দুল মুহারি। তাতে উল্লেখ করা হয়েছে, আমরা ওই আগ্নেয়গিরির আশেপাশে বসবাসকারী মানুষদের বেসুক কোবোকান নদীর ধারে কিছু করতে বারণ করা হয়েছে। কারণ ওই নদী থেকে গরম মেঘ ও লাভা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় প্রতি বছরই জেগে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এই আগ্নেয়গিরি। গত বছরের ৪ ডিসেম্বর ফের জেগে উঠেছিল সেমেরু আগ্নেয়গিরি। এর ফলে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৫১ জনের আর জখম হয়েছিলেন ১৬৯ জন।
'রিং অফ ফায়ার' (Ring of Fire) তথা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অন্তর্ভুক্ত ইন্দোনেশিয়ায় শতাধিক আগ্নেয়গিরি জীবন্ত। সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা প্রায় ১৩০টি। ভূমিকম্পপ্রবণ এই এলাকায় অগ্ন্যুৎপাত খুব বিরল নয়। তেমনই এক ভয়ানক অগ্ন্যুৎপাতে এখন বিপর্যস্ত জনজীবন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)