Dhaka : বিএনপির ডাকা বনধকে কেন্দ্র করে বাসে আগুন, উত্তেজনা বাংলাদেশে

দুটি বাসের পাশাপাশি বেশ কিছু অ্যাম্বুলেন্সকে জ্বালিয়ে দেওয়া হয়

Photo IANS

বিএনপির ডাকা বন্ধ বাংলাদেশে ছড়াল উত্তেজনা। হরতালের সমর্থনে বাসে লাগানো হল আগুন। যার কারণে মৃত ১। বাসের মধ্যে শুয়ে থাকা অবস্থায় হেল্পারের মৃত্যু হয় বলে জানা গেছে। এর পাশাপাশি আরও একটি বাসে আগুন ধরিয়ে দওয়া হয়। তবে দমকলের তরফে সেই আগুন নিভিয়ে দেওয়া হয়।

এছড়া উত্তরাতে বিআরটিসি বাসের ওপর ইট ছোড়ার অভিযোগ উঠে আসে। বাংলাদেশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন যে, "বেশ কিছু পুলিশ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।রাজারবাঘ পুলিশ হাসপাতালের সমস্ত অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। অনেক সময় আমরা খবর পেয়েছি ডিবি ড্রেস পরে ঢাকার বিভিন্ন শহরে ডাকাতির খবরও পাওয়া গেছে। আমরা সেই ডাকাতদের গ্রেফতার করেছি।"

দলের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশে বনধের ডাক দিয়েছিলেন বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল আলমগীর ইসলাম। বাংলাদেশী জামাতে ইসলামীর তরফেও একই দিনে বনধ ডাকা হয়েছিল বাংলাদেশ জুড়ে।

যদিও ঢাকা বাস ওনারস অ্যাশোসিয়েশনের তরফে সেই বনধকে প্রত্যাখ্যান করা হয়।