Video: মোদীর সমালোচনা করায় পাক বংশোদ্ভুদ ব্রিটিশ মন্ত্রীকে চুপ করালেন ঋষি সুনক, দেখুন

২০০২ সালে গুজরাটে যখন গোষ্ঠী সংঘর্ষ হয়, তখন কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর আসে। ওই সময় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে প্রশ্ন তোলা হয় ওই ডকুমেন্টরিতে।

Rishi Sunak (Photo Credit: Twitter)

দিল্লি, ১৯ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি করা বিবিসির ডকুমেন্টরি 'ইন্ডিয়া-দ্য মোদী কোয়েশ্চেন' নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে ব্রিটিশদের রাজ্যে। ২০০২ সালে গুজরাটে যখন গোষ্ঠী সংঘর্ষ হয়, তখন কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর আসে। ওই সময় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে প্রশ্ন তোলা হয় ওই ডকুমেন্টরিতে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুসম্পর্ক না থাকা সত্ত্বেও তিনি কীভাবে ভারতের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠ, বিবিসি তা খতিয়ে দেখতে চায় বলে জানানো হয়। যা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন: UK’s PM office Celebrating Pongal Video: ব্রিটেনে প্রধানমন্ত্রীর অফিসে পোঙ্গল উৎসব, পাত পেড়ে খেলেন কর্মীরা, দেখুন ভিডিয়ো

নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি ডকুমেন্টরি 'ইন্ডিয়া-দ্য মোদী কোয়েশ্চেন' নিয়ে যখন জোরদার বিতর্ক শুরু হয়, সেই সময় ব্রিটিশ পার্লামেন্টে পাক বংশোদ্ভুদ ব্রিটেনের মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বাক্যবাণে বিদ্ধ করেন। যা দেখে তার প্রতিবাদ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। পাক বংশোদ্ভুদ ব্রিটিশ মন্ত্রীর মোদীকে নিয়ে বক্তব্যকে কার্যত খারিজ করে দেন ঋষি সুনক। দেখুন সেই ভিডিয়ো...

 



@endif