Chinese Spy Balloon: চিনা গুপ্তচর বেলুনকে ক্ষেপনাস্ত্রে ধ্বংস করল মার্কিন সেনা, মহাসাগরে পড়া ধ্বংসস্তুপ উদ্ধারে সেনা, দেখুন ভিডিয়ো

বেশ কিছু দিন মার্কিন আকাশে চক্কর কাটা চিনা বেলুনকে অবশেষে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্র। মাটি থেকে প্রায় ৬০ হাজার ফুট উপরে উড়ছিল এই গুপ্তচর বেলুন।

Chinese Spy Balloon Photo Credit: Twitter@BNODesk

Chinese Spy Balloon বেশ কিছু দিন মার্কিন আকাশে চক্কর কাটা চিনা বেলুনকে অবশেষে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্র। মাটি থেকে প্রায় ৬০ হাজার ফুট উপরে উড়ছিল এই গুপ্তচর বা স্পাই বেলুন। বেলুনটির আকার একটা স্কুল বাসের মত বড়। বৈজ্ঞানিকদের সঙ্গে নিয়ে মার্কিন সেনার এক বিশেষ অপারেশন অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেওয়া হয় চিনা গুপ্তচর বেলুনটিকে। এক টিভি ফুটেজে দেখা যায়, গুপ্তচর বেলুনটিকে ধ্বংস করতে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র জাতীয় জিনিস ছোঁড়া হয়। এরপর একটির আঘাতে বেলুনটি ধ্বংস হয়ে যায়। বেলুনটির ধ্বংসাবশেষ গিয়ে পড়ে ক্যারোলিনা উপকুল ও মহাসাগরে। এই খবর নিশ্চিত করেছে পেন্টাগন।

এবার সেই গুপ্তচর বেলুনের ধ্বংসাবশষ মহাসাগর থেকে উদ্ধার করতে নেমেছে মার্কিন স্থলসেনা, নেভি সিলের বিশাল বাহিনী। গুপ্তচর বেলুন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা লড়াই চলছে। আরও পড়ুন-আমেরিকার সঙ্গে পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখাতে রাশিয়াকে আহ্বান জানাল ন্যাটো

দেখুন ভিডিয়ো

এই অভিযান নিয়ে মার্কিন প্রশাসন এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে এর আগে চিনের গুপ্তচর মার্কিন আকাশে চক্কর কাটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঠাট্টা করে বলেছেন, আমাদের নতুন অতিথিকে এখন আমরা যত্ন নিচ্ছি। ঠিক সময় টের পাবে আমাদের গোপনীয়তা ভঙ্গের ফল। তবে চিন এসবকে মার্কিন যড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। বেজিংয়ের দাবি, আন্তর্জাতিক মহলে চিনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এটা মার্কিন কৌশল।