US Presidential Election 2020 Results: ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেললেন জো বিডেন, ২২০ ইলেকটোরাল ভোটে জয়
অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের (US Presidential Election 2020) ফল ঘোষণা চলছে। হোয়াইট হাউসের ক্ষমতা দখলের লড়াই জম উঠেছে। জোর লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও জো বিডেনের (Joe Biden) মধ্যে। পপুলার ভোট ছাড়াও ইলেকটোরাল কলেজ ভোটে (Electoral votes) এগিয়ে রয়েছেন বিডেন। জো বিডেন ২২০ ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এগিয়ে, ডোনাল্ড ট্রাম্প ২১৩টি ভোট পেয়েছেন এখনও পর্যন্ত। ইতিমধ্যেই টেস্কাস জিতে নিয়েছে রিপাবলিকান পার্টি। এছাড়াও ইন্ডিয়ানা, কেনটাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া, ফ্লোরিডা সহ ইত্যাদি রাজ্য পকেটে পুরেছে তারা।
ওয়াশিংটন, ৪ নভেম্বর : অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের (US Presidential Election 2020) ফল ঘোষণা চলছে। হোয়াইট হাউসের ক্ষমতা দখলের লড়াই জম উঠেছে। জোর লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও জো বিডেনের (Joe Biden) মধ্যে। পপুলার ভোট ছাড়াও ইলেকটোরাল কলেজ ভোটে (Electoral votes) এগিয়ে রয়েছেন বিডেন। জো বিডেন ২২০ ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এগিয়ে, ডোনাল্ড ট্রাম্প ২১৩টি ভোট পেয়েছেন এখনও পর্যন্ত। ইতিমধ্যেই টেস্কাস জিতে নিয়েছে রিপাবলিকান পার্টি। এছাড়াও ইন্ডিয়ানা, কেনটাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া, ফ্লোরিডা সহ ইত্যাদি রাজ্য পকেটে পুরেছে তারা।
এবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে হয়তো কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারণ, এবার পোস্টাল ব্যালটে ভোটদানের সংখ্যা অনেক বেশি। আর সেটাই ভাবাচ্ছে ট্রাম্পকে। ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচনকে 'চুরি' করার চেষ্টা করছেন।আরও পড়ুন: UAE PM Receives COVID-19 Vaccine Shot: চলছে ট্রায়াল, কোভিড-১৯ ভ্যাক্সিন নিলেন আরবের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম
রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকরা ভোটের ফলাফল নিয়ে এক অপরের প্রতি ক্ষুব্ধ রয়েছেন। তাই অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অধিকাংশ জনমত সমীক্ষাতেই বলা হয়েছে, ট্রাম্পের চেয়ে বিডেন এগিয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে।