Joe Biden Congratulates Israel's New PM: পাশে আছে আমেরিকা, নাফতালি বেনেটকে অভিনন্দন জানিয়ে বললেন জো বিডেন

রবিবার ইজরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় পরিবর্তন ঘটে গেল৷ ১২ বছর পর ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন বেঞ্জামিন নেতানিহায়ু৷ বর্তমানে ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদে বসেছেন ৪৯ বছরের দক্ষিণপন্থী নেতা নাফতালি বেনেট (Naftali Bennett)৷

জো বিডেন ও নাফতালি বেনেট (Photo Credits: Facebook)

ওয়াশিংটন, ১৪ জুন: রবিবার ইজরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় পরিবর্তন ঘটে গেল৷ ১২ বছর পর ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন বেঞ্জামিন নেতানিহায়ু৷ বর্তমানে ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদে বসেছেন ৪৯ বছরের দক্ষিণপন্থী নেতা নাফতালি বেনেট (Naftali Bennett)৷ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরেই নাফতালি বেনেটকে টেলিফোনিক বার্তায় অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন৷ জিনহুয়া সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে হোয়াইট হাউস সূত্রের খবর৷ রবিবার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপের সময় দশকভর দ্বিপাক্ষিক সুসম্পর্ক ও ইজরায়েলের সুরক্ষার প্রতি অটল প্রতিশ্রুতির প্রসঙ্গ উত্থাপন করেন জো বিডেন৷ এই বিবৃতিতে বলা হয়েছে, ইরান-সহ আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে দুই নেতাই দীর্ঘ বৈঠকে সম্মত হয়েছেন৷  আরও পড়ুন-Coronavirus Cases In India: ৭২ দিনে সবথেকে কম সংক্রমণ, দেশে নতুন করোনা রোগী ৭০ হাজার ৪২১ জন

এই বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েল ও প্যালেস্টাইনের সার্বিক উন্নয়ন, শান্তি বজায় রাখা, সুরক্ষার বন্দোবস্ত ইজরায়েলি সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দক্ষিণপন্থী ইহুদি নাফতালি বেনেট। ১২ বছর পর প্রধানমন্ত্রীর পদ খুইয়ে বেঞ্জামিন নেতা নিহায়ু বলেন, “বিরোধী হওয়া আমাদের ভবিতব্য ছিল। যত দিন না আমরা এই বাজে সরকারকে সরিয়ে ফের দেশের ক্ষমতা দখল করছি তত দিন আমরা মাথা উঁচু করে আমাদের দায়িত্ব পালন করব।”