Joe Biden To Talk About Ukraine: G7 নেতৃত্বের আলোচনায় এবার ইউক্রেন রাশিয়া, বললেন জো বাইডেন

ইউক্রেন রাশিয়া একেবারে তু তু ম্যায় ম্যায় অবস্থানে দাঁড়িয়ে আছে। এমতাবস্থায ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবারকেই বেছে নিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)।

Joe Biden (Photo Credit: Instagram)

ওয়াশিংটন, ২১ ফেব্রুয়ারি:  ইউক্রেন রাশিয়া একেবারে তু তু ম্যায় ম্যায় অবস্থানে দাঁড়িয়ে আছে। এমতাবস্থায ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবারকেই বেছে নিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)। ওই দিন G7 নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা। সেখানেই এই ইউক্রেন প্রসঙ্গ তুলবেন বাইডেন। মূলত আগামী ২৪ ফেব্রুয়ারি হতে চলা এই G7 বৈঠকের মূল আলোচ্য বিষয়ই  ইউক্রেন রাশিয়ার উত্তপ্ত পরিস্থিতি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ভার্চুয়াল G7 সামিটে যোগ দেবেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন জাপানের ক্যাবিনেটের প্রধান সচিব হিরোকাজু মাতসুনো। ইউক্রেন-সহ বিভিন্ন বৈদেশিক নীতি এই সামিটে আলোচনা হবে, বলেই মনে করছে জাপান। আরও পড়ুন-Cute Video Of Jeh On His First Birthday: প্রথম জন্মদিনে নেচে নেচে পোজ, জেহ-র ভিডিও শেয়ার করলেন সোহা আলি খান

উল্লেখ্য, আগামী ২৬-২৮ জুন চলতি বছরের G7 সামিট হতে চলেছে বাভেরিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারির ভার্চুয়াল বৈঠকে এই সম্পর্কিত ঘোষণা করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ।